জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় সেতুর নিচে পড়ল কার, নিহত ১ 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৯: ৫৮
Thumbnail image

সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেট কারের এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার ভোর ৪টার দিকে জৈন্তাপুরে মহাসড়কের দামড়ী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ব্যক্তির নাম মোছাব্বির আহমদ (৪৫)। তিনি দারবস্ত ইউনিয়নের ডেমা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতদের মধ্যে একজনের নাম সাব্বির আহমেদ (৩২)। অপর আহত ব্যক্তির নাম জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টায় সিলেট থেকে দারবস্তের দিকে যাত্রা করে প্রাইভেট কারটি। সিলেট-তামাবিল মহাসড়কের দামড়ী ব্রিজে পৌঁছামাত্র সিলেটগামী পণ্যবোঝাই একটি ডিআই ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে এটি ব্রিজের নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই প্রাইভেট কারের আরোহী মোছাব্বির আহমদ (৪৫) নিহত হন। এ সময় আহত হন প্রাইভেট কারের আরেক আরোহী সাব্বির আহমদ (৩২)। 

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত ও অপর দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত