সিলেট প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাই পথে আনা ভারতীয় চিনি জব্দ করতে গিয়ে ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তাঁরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় বিজিবির ৩ জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সীমান্তবর্তী ১২৫৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক মো. আরিফুর রহমান। মামলায় ৩৫ জনের নামে এবং অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে।
আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর।
স্থানীয় সূত্রে জানায়, উপজেলার সীমান্তবর্তী উত্তর রণিখাই ইউনিয়নের বরম সিদ্ধিপুর বহুদিন ধরে ভারতীয় মাদক-চিনি পাচারে চোরাকারবারিদের জন্য একটি নিরাপদ রোড। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার দিবাগত রাতে চোরাকারবারিরা চিনি আনতে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে বিজিবি সদস্যরা চিনি জব্দ করতে যায়। তখন বিজিবিকে দেখতে পেয়ে চোরাকারবারিরা ইটপাটকেল ছুড়তে থাকে। পরে বিজিবি ফাঁকা গুলি করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। খবর পেয়ে আজ সোমবার সকালে সিলেট ৪৮ বিজিবির সিও মুনতাছির মামুন ঘটনার স্থান পরিদর্শনে যান।
এ বিষয়ে জানতে উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার আব্দুল ওয়াহাবের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের পরিচয় জানার পরে একটু পরে বিষয়টি সম্পর্কে জানাবেন বলে ফোন কেটে দেন।
সিলেটের ৪৮ বিজিবির সিও মুনতাসীর মামুনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি বারবার কেটে দেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খান জানান, উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বরম সিদ্ধিপুর এলাকায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছেন। তাঁরা আজ সন্ধ্যায় থানায় এসে এজাহার দায়ের করেছেন।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাই পথে আনা ভারতীয় চিনি জব্দ করতে গিয়ে ৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তাঁরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় বিজিবির ৩ জন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের সীমান্তবর্তী ১২৫৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক মো. আরিফুর রহমান। মামলায় ৩৫ জনের নামে এবং অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে।
আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর।
স্থানীয় সূত্রে জানায়, উপজেলার সীমান্তবর্তী উত্তর রণিখাই ইউনিয়নের বরম সিদ্ধিপুর বহুদিন ধরে ভারতীয় মাদক-চিনি পাচারে চোরাকারবারিদের জন্য একটি নিরাপদ রোড। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার দিবাগত রাতে চোরাকারবারিরা চিনি আনতে ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে বিজিবি সদস্যরা চিনি জব্দ করতে যায়। তখন বিজিবিকে দেখতে পেয়ে চোরাকারবারিরা ইটপাটকেল ছুড়তে থাকে। পরে বিজিবি ফাঁকা গুলি করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। খবর পেয়ে আজ সোমবার সকালে সিলেট ৪৮ বিজিবির সিও মুনতাছির মামুন ঘটনার স্থান পরিদর্শনে যান।
এ বিষয়ে জানতে উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার আব্দুল ওয়াহাবের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের পরিচয় জানার পরে একটু পরে বিষয়টি সম্পর্কে জানাবেন বলে ফোন কেটে দেন।
সিলেটের ৪৮ বিজিবির সিও মুনতাসীর মামুনের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি বারবার কেটে দেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খান জানান, উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বরম সিদ্ধিপুর এলাকায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হয়েছেন। তাঁরা আজ সন্ধ্যায় থানায় এসে এজাহার দায়ের করেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১১ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
২৩ মিনিট আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৮ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৮ ঘণ্টা আগে