Ajker Patrika

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৮টি শ্যালো মেশিন ও নৌকা ধ্বংস

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ৮টি শ্যালো মেশিন ও নৌকা ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু, পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে জাফলংয়ের ডাউকি নদীর জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে মেশিন নষ্ট করা হচ্ছেঅভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৮টি সেইভ (শ্যালো) মেশিন এবং ২টি ইঞ্জিনচালিত নৌকা ভাঙচুর ও আগুন দিয়ে নষ্ট করা হয়েছে। এ সময় বিজিবি সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইউনুস আলী, গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) রায়সহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, অবৈধভাবে বালু, পাথর উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৮টি সেইভ (শ্যালো) মেশিন ও দুটি নৌকা ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত