সিলেট প্রতিনিধি
বেসরকারি টেলিভিশন এনটিভির সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিকি মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক মারুফ আহমদকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাত ৮টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার ব্লু-ওয়াটার শপিং মলের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল রেখে অফিসে যাওয়ার সময় তিন যুবক মারুফকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় মারুফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ শামিম ও রাজু নামের দুই যুবককে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে গ্রেপ্তার করে। সিসিটিভির ফুটেজ দেখে ওই দুই যুবককে অপহরণ চেষ্টাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। অপহরণচেষ্টার সঙ্গে জড়িত আরও এক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মারুফ আহমদ অভিযোগ করে জানান, গত সোমবার রাত আটটার দিকে তিনি নগরীর ব্লু-ওয়াটার শপিং সিটিতে যান। ওই ভবনে তাঁর অফিস। ভবনটির পার্কিংয়ে তিনি মোটরসাইকেল রাখতে যান। সে সময় তিন যুবক তাঁকে তুলে নিয়ে যাওয়ার জন্য অতর্কিত হামলা করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই তিন যুবক তাঁর কাছে থাকা মানিব্যাগ, নগদ ৯৭ হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ব্লু-ওয়াটার শপিং সিটির সিসিক্যামেরা দেখে অপহরণচেষ্টাকারীদের শনাক্ত করা হয়। এ ঘটনায় সোমবার রাতেই সাংবাদিক মারুফ বাদী হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।’
বেসরকারি টেলিভিশন এনটিভির সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিকি মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক মারুফ আহমদকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাত ৮টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার ব্লু-ওয়াটার শপিং মলের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল রেখে অফিসে যাওয়ার সময় তিন যুবক মারুফকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় মারুফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় সোমবার রাতেই পুলিশ শামিম ও রাজু নামের দুই যুবককে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে গ্রেপ্তার করে। সিসিটিভির ফুটেজ দেখে ওই দুই যুবককে অপহরণ চেষ্টাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। অপহরণচেষ্টার সঙ্গে জড়িত আরও এক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মারুফ আহমদ অভিযোগ করে জানান, গত সোমবার রাত আটটার দিকে তিনি নগরীর ব্লু-ওয়াটার শপিং সিটিতে যান। ওই ভবনে তাঁর অফিস। ভবনটির পার্কিংয়ে তিনি মোটরসাইকেল রাখতে যান। সে সময় তিন যুবক তাঁকে তুলে নিয়ে যাওয়ার জন্য অতর্কিত হামলা করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই তিন যুবক তাঁর কাছে থাকা মানিব্যাগ, নগদ ৯৭ হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ব্লু-ওয়াটার শপিং সিটির সিসিক্যামেরা দেখে অপহরণচেষ্টাকারীদের শনাক্ত করা হয়। এ ঘটনায় সোমবার রাতেই সাংবাদিক মারুফ বাদী হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৩ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে