প্রতিনিধি, গোলাপগঞ্জ (সিলেট)
প্রখ্যাত রম্য লেখক বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক আতাউর রহমান আর নেই। (ইন্না লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার ভোর ৬টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আতাউর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
গুণী এই ব্যক্তি ১৯৪২ সালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবির আহমদ আবুল খায়রাতের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেওয়ার পর মদনমোহন কলেজ ও এমসি কলেজে শিক্ষকতা করেন। পরে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিএসপি অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। চাকরি জীবনে তিনি লন্ডন ও রিয়াদস্থ বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর নেন আতাউর রহমান। অবসরগ্রহণের পর তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আমলা, লেখক, শিক্ষক, কূটনীতিক, বক্তা হিসেবে পরিচিত তিনি। এ পর্যন্ত ২৪ বই প্রকাশিত হয়েছে তাঁর।
আতাউর রহমানের নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ মাদরাসা মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। সেখানেই পারিবারিক গোরস্থানে তাঁকে দাফর করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রখ্যাত রম্য লেখক বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক আতাউর রহমান আর নেই। (ইন্না লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার ভোর ৬টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আতাউর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
গুণী এই ব্যক্তি ১৯৪২ সালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবির আহমদ আবুল খায়রাতের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেওয়ার পর মদনমোহন কলেজ ও এমসি কলেজে শিক্ষকতা করেন। পরে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিএসপি অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। চাকরি জীবনে তিনি লন্ডন ও রিয়াদস্থ বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর নেন আতাউর রহমান। অবসরগ্রহণের পর তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আমলা, লেখক, শিক্ষক, কূটনীতিক, বক্তা হিসেবে পরিচিত তিনি। এ পর্যন্ত ২৪ বই প্রকাশিত হয়েছে তাঁর।
আতাউর রহমানের নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ মাদরাসা মাঠে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। সেখানেই পারিবারিক গোরস্থানে তাঁকে দাফর করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
১ মিনিট আগেনীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
২ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
১১ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
২০ মিনিট আগে