মৌলভীবাজারে কলার আড়ত থেকে বিষধর গ্রিন পিট ভাইপার উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
Thumbnail image

মৌলভীবাজারে সবুজ রঙের গ্রিন পিট ভাইপার নামের একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলের নতুন বাজার কলার আড়ত থেকে এই সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। 

আজ শুক্রবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের (ওয়ার্ল্ড লাইফ) রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে আড়তের কলাগুলো আলাদাভাবে রাখতে গিয়ে সবুজ রঙের গ্রিন পিট ভাইপার নামের এই সাপটি দেখতে পায় আড়তে কাজ করা শ্রমিকেরা। পরে স্থানীয়রা বন্যপ্রাণী সেবা সংস্থাকে খবর দেওয়া হয়। 

শ্রীমঙ্গল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বজল দেব বলেন, ‘শামীমের কলার আড়তে সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন দোকানদাররা। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলে খবর দিলে আমার ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বিষধর পিট ভাইপার সাপ। সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।’ 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের (ওয়ার্ল্ড লাইফ) রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সাপটি সুস্থ থাকায় আজ শুক্রবার দুপুরে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত