সিলেটে বজ্রপাতে ৯ দোকানে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৫: ৩২
আপডেট : ১০ জুন ২০২৪, ১৫: ৪৩

বজ্রপাতে সিলেট নগরের লাক্কাতুরা বাজারের ৯টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৬টার পরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন।

তিনি বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ছাড়া সকাল ১০টার দিকে নগরের আখালিয়া এলাকায় গ্যাস রাইজার থেকে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া জানান, ‘সকালে বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৯টি দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০-৫০ লাখ টাকা হবে।’

এদিকে সোমবার সকাল ৯টায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লাক্কাতুরা বাজারের বজ্রপাতে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন মেয়র।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত