হবিগঞ্জে পৌর বিএনপির সভাপতিসহ ২ নেতা কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ২১: ৩৮
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২২: ০০

হবিগঞ্জে পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরীর আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও বিএনপি নেতা পৌর কাউন্সিলর শাহ সালাহ উদ্দিন টিটু।

আসামিপক্ষের আইনজীবী নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি ২০১৩ সালের। পুলিশ এসল্ট মামলা। মামলার বাকি আসামি সবাই জামিনে আছেন। মঙ্গলবার নির্ধারিত দিনে তাঁরা আদালতে হাজির হলে উল্লেখিত দুজনকে আটকের আদেশ দেন বিচারক। বুধবার মামলাটির রায় ঘোষণা করার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মামলাটি বিচারের জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরীর আদালতে প্রেরণ করা হয়। মঙ্গলবার নির্ধারিত দিনে আসামিরা আদালতে হাজির হলে বিচারক দুজনকে আটকের নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন ও রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত