Ajker Patrika

ইজিবাইক ছিনতাইয়ের সময় ৩ জনকে ধরে পুলিশে দিল স্থানীয়রা

হবিগঞ্জ প্রতিনিধি
ইজিবাইক ছিনতাইচেষ্টার সময় আটক তিনজন। ছবি: আজকের পত্রিকা
ইজিবাইক ছিনতাইচেষ্টার সময় আটক তিনজন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জে আঞ্চলিক সড়কে ইজিবাইক ছিনতাইচেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে জেলার সদর উপজেলার নিতাইরচক এলাকায় হবিগঞ্জ-নছরতপুর সড়কে এ ঘটনা ঘটে।

ইজিবাইক ছিনতাইচেষ্টার হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে হবিগঞ্জ-নছরতপুর সড়কে ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছালে ইজিবাইকের গতিরোধ করেন কয়েকজন। পরে তাঁরা চালক ও সবজি বিক্রেতার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালান। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাই চেষ্টাকারীদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করেন স্থানীয়রা।

আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজনকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটকেরা হলেন সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের রিয়াদ মিয়া, মহিবুর রহমান ও সায়েম হাসান।

ইজিবাইকচালক রিয়াজ মিয়া বলেন, ‘আমরা সবজি নিয়ে যাওয়ার সময় আমাদের হাত-পা বেঁধে কয়েকজন ডাকাত ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে। আমি ডাকাতদের চিনে ফেললে তাঁরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইকচালক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৬ জানুয়ারি একই এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও টাকা লুট করে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

জাতিসংঘে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের বিরল ভোট

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত