প্রতিনিধি, সিলেট
আগামীকাল শনিবার সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপনির্বাচনে ভোটের লড়াই হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে একজন শুরু থেকেই নীরব রয়েছে। অপর তিনপ্রার্থীর মধ্যেই মূল লড়াই হবে বলে মনে করছেন এলাকার ভোটাররা। তিন উপজেলার ১৪৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সব প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ঝুঁকিপূর্ণ ৯৪টি কেন্দ্র কড়া নিরাপত্তার বলয়ে থাকবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারেন সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ভোট কেন্দ্রের নিরাপত্তায় বাড়তি নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হবে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রাখা হবে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ভোটারদের ভয়ের কিছু নেই। তাঁরা ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়ি ফেরা পর্যন্ত নিরাপত্তা দেওয়া হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আর প্রতিটি উপজেলায় একজন করে অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, ভোটের দিন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা। ভোটকেন্দ্রে থাকবে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ থেকে ১৮ জন সদস্য। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবে ১৮ থেকে ১৯ জন সদস্য। এদের মধ্যে পুলিশ আর আনসার সদস্যের কাছে অস্ত্র থাকবে।
ফয়সল কাদের বলেন, পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল ফোর্স ২১টি, স্ট্রাইকিং ফোর্স ১২টি, র্যাবের ১২টি টিম ও ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। ২ সেপ্টেম্বর থেকে তাঁরা দায়িত্ব পালন শুরু করেছে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা মাঠে থাকবে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বিজিবির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণের দিন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রাখা হবে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদিকে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের চাহিদার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের অভ্যন্তরে কিংবা ভোট গণনা কক্ষের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন তারা।
দক্ষিণ সুরমা উপজেলার ৭৯টি কেন্দ্রের মধ্যে ৪৯টি, বালাগঞ্জ উপজেলার ৩৪টি কেন্দ্রের মধ্যে ২৫টি এবং ফেঞ্চুগঞ্জের ৩৬টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে।
আগামীকাল শনিবার সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) উপনির্বাচনে ভোটের লড়াই হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে একজন শুরু থেকেই নীরব রয়েছে। অপর তিনপ্রার্থীর মধ্যেই মূল লড়াই হবে বলে মনে করছেন এলাকার ভোটাররা। তিন উপজেলার ১৪৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সব প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ঝুঁকিপূর্ণ ৯৪টি কেন্দ্র কড়া নিরাপত্তার বলয়ে থাকবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারেন সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ভোট কেন্দ্রের নিরাপত্তায় বাড়তি নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হবে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রাখা হবে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ভোটারদের ভয়ের কিছু নেই। তাঁরা ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়ি ফেরা পর্যন্ত নিরাপত্তা দেওয়া হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আর প্রতিটি উপজেলায় একজন করে অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, ভোটের দিন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা। ভোটকেন্দ্রে থাকবে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ থেকে ১৮ জন সদস্য। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবে ১৮ থেকে ১৯ জন সদস্য। এদের মধ্যে পুলিশ আর আনসার সদস্যের কাছে অস্ত্র থাকবে।
ফয়সল কাদের বলেন, পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল ফোর্স ২১টি, স্ট্রাইকিং ফোর্স ১২টি, র্যাবের ১২টি টিম ও ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। ২ সেপ্টেম্বর থেকে তাঁরা দায়িত্ব পালন শুরু করেছে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা মাঠে থাকবে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বিজিবির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণের দিন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রাখা হবে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদিকে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের চাহিদার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের অভ্যন্তরে কিংবা ভোট গণনা কক্ষের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবেন তারা।
দক্ষিণ সুরমা উপজেলার ৭৯টি কেন্দ্রের মধ্যে ৪৯টি, বালাগঞ্জ উপজেলার ৩৪টি কেন্দ্রের মধ্যে ২৫টি এবং ফেঞ্চুগঞ্জের ৩৬টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে।
চট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
১২ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
১৬ মিনিট আগেবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১ ঘণ্টা আগে