Ajker Patrika

জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪৫ যাত্রী

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৪, ১৪: ২৭
জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৪৫ যাত্রী

সিলেটের জৈন্তাপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খাম্বায় ধাক্কা লেগে খাদে পড়ে অন্তত ৪৫ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি জৈন্তাপুর বাজার থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। 

বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বাসটি পাখিটিকি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ৪৫ জন যাত্রীর সবাই আহত হয়। 

যাত্রীরা বলেন, বাস ছাড়ার পর থেকে চালক অন্যের সঙ্গে কথা বলেন; সামনের দিকে দৃষ্টি না রেখে। বাঁ পাশে ঘন ঘন দৃষ্টি রেখে গাড়িটি চালাচ্ছিলেন। অন্যদিকে তাকিয়ে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। 

দুর্ঘটনার পর পর স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট হাসপাতালে পাঠানো হয়। 

আহত দুজন হলেন নিজপাট কমলাবাড়ী গ্রামের ছায়েদ আালীর ছেলে মো. আব্দুল মুতালিব (৬০) ও একই গ্রামের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। 

দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশের টহল টিম ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত