নদীর পাড়ে গাছে বাঁধা ছিল বৃদ্ধের মরদেহ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 
Thumbnail image
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে নদীর পাড়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামের ইছাবা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত বৃদ্ধের নাম সাজিদ মিয়া (৭০)। তিনি চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন চানাচুর বিক্রেতা ছিলেন।

এলাকাবাসী জানান, সোমবার সকালে ইছাবা নদীর পাড়ে ঘাস কাটতে যান কয়েকজন যুবক। তাঁরা নদীর পাড়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহটি দেখেন। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন চলে আসেন। পরে পুলিশে খবর দেন। সজিদ মিয়া চতুল বাজারে সিএনজি স্টেশনে চানাচুর বিক্রি করতেন। গতকাল সন্ধ্যায় হরাতৈল জলছার বাজারে যান। তাঁদের ধারণা সজিদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে বেঁধে রাখা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মরদেহের সুরতহাল তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত