সিলেটে সড়কের পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ, পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৩: ১১
Thumbnail image
প্রতীকী ছবি

সিলেটে মহাসড়কের পাশ থেকে সালাউদ্দিন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। তিনি সাত বছর ধরে উপজেলার বাংলা বাজার এলাকার মসজিদ মার্কেটে সেলুনের ব্যবসা করে আসছিলেন।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সালাউদ্দিনের পরনে ছিল কালো রঙের হুডি ও মেরুন রঙের প্যান্ট। পুলিশের ধারণা, কোনো বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে চাচাতো বোনের বাসায় রাতের খাবার খেয়ে বাংলা বাজারে ফিরছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত