Ajker Patrika

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জৈন্তাপুরের নিম্নাঞ্চল প্লাবিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৪, ২১: ৪৩
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জৈন্তাপুরের নিম্নাঞ্চল প্লাবিত

সিলেটের জৈন্তাপুরে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সারী, বড় নয়াগং ও রাংপানি নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। বৃষ্টিপাত বাড়লে সব কটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

সরেজমিন দেখা যায়, পানিবন্দী হয়ে পড়েছেন নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের বাসিন্দারা। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর বোরো ধান। এ ছাড়া বন্যায় পরিস্থিতির খোঁজ রাখছেন জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা। 

নয়াবাড়ী, হর্নি, বাইরাখেল, গোয়াবাড়ী, ফুলবাড়ী, ডিবির হাওর, ঘিলাতৈল, মুক্তাপুর, বিরাইমারা হাওর, খারুবিল, চাতলারপাড়, ডুলটিরপাড়, ১ নম্বর লক্ষ্মীপুর, ২ নম্বর লক্ষীপুর, আমবাড়ী, ঝিঙ্গাবাড়ী, কাঠালবাড়ী, নলজুরী হাওরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

জৈন্তাপুরের কেন্দ্রী হাওরে বোরো ধান নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ছবি: আজকের পত্রিকা উপজেলা সর্ববৃহৎ সারী, বড় নয়াগাং ও রাংপানি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসছে। টানা বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বিপৎসীমার অতিক্রম করতে পারে। 

সারী-গোয়াইন বেড়িবাঁধ প্রকল্পের কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, ‘পাহাড়ি ঢল টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত