সিলেটে অবরোধের সমর্থনে যুবদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২১: ১৬
Thumbnail image

বিএনপির কেন্দ্রঘোষিত তৃতীয় ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে নগরে মিছিল-সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। অবরোধের প্রথম দিনে আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বন্দরবাজার থেকে মিছিল শুরু হয়ে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেপার পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। মিছিলে জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও মহানগরের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, লিটন আহমেদ, কয়েস আহমেদ, এমদাদুল হক স্বপন, জামিল আহমেদ, মাহফুজ চৌধুরী, রায়হান আহমেদ, জি এম বাপ্পি, এনামুল হক চৌধুরী শামীম, অলি চৌধুরী, আলী আহমদ আলম, ইসহাক আহমদ, আমিনুল ইসলাম আমিন, এস এম পলাশ প্রমুখ।

মিছিল-পরবর্তী সমাবেশে নেতারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদীদের দিন শেষ হয়ে আসছে। হামলা-মামলা, গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে গদি রক্ষার ষড়যন্ত্র সফল হবে না। দেশপ্রেমিক জনতার বিজয় সময়ের ব্যাপার মাত্র। সব হুমকি-ধমকি উপেক্ষা করে কেন্দ্রঘোষিত কর্মসূচি সফল করতে হবে। টানা অবরোধ সফলের মাধ্যমে সিলেটবাসী প্রমাণ করেছে বাকশালি সরকারকে জনগণ আর একমুহূর্ত দেখতে চায় না। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত