নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের হজরত শাহপরান (রহ.)-এর মাজারে ওরসকে কেন্দ্র করে নাচ-গান, মদ-গাঁজা সেবন, জুয়াসহ সমস্ত অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে মাজারের খাদিম পরিবার, প্রশাসন, ছাত্র-জনতা, উলামা-মাশায়েখ ও এলাকার সর্বস্তরের মানুষের ঐকমত্যের ভিত্তিতে ভিডিও বার্তায় মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ এই ঘোষণা দেন।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর ‘ওরসের নামে নাচ-গান, মদ-গাঁজা সেবন, জুয়া, অশ্লীলতা, নারী নৃত্যসহ যাবতীয় অসামাজিক-অনৈতিক ও অনৈসলামিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মাজারের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। ছাত্র জনতা, উলামা-মাশায়েখ ও সর্বস্তরের মুসলমানদের পক্ষে ‘অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি সিলেট’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ভিডিওতে খাদেম সৈয়দ কাবুল আহমদ বলেন, ‘ওরস উপলক্ষে আমরা খাদিম পরিবার, প্রশাসন, ছাত্র-জনতা, উলামা-মাশায়েখ ও এলাকার সর্বস্তরের মানুষ স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে বসে ছিলাম। সবার ঐকমত্যের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে মাজারে ওরসের নামে নাচ-গান, মদ-গাঁজা সেবন, জুয়া, অশ্লীলতা, নারী নৃত্যসহ যাবতীয় অসামাজিক-অনৈতিক ও অনৈসলামিক কার্যকলাপ, গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। ওরসে (প্রতিবছর রবিউল আউয়াল মাসের ৪ থেকে ৬ তারিখ) এসব আর হবে না। দূরদূরান্ত থেকে যারা আসবেন, দয়া করে মাজারে ঢোল-তবলা কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। যারা আসবেন তারা নামাজ পড়বেন। জিকির-আজগার, দোয়া-দরুদ করবেন।’
তিনি বলেন, ‘মাজারে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ওরসের নামে যে গানবাজনার আয়োজন করা হয়, তা-ও এখন থেকে বন্ধ থাকবে। কেউ এমন আয়োজন করার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।’
আজ শনিবার রাত ৮টার দিকে মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ধরনের চাপে পড়ে বা কারও ভয়ভীতিতে নয়। আমরা প্রতি বছরই ওরসের আগে মাইকিং করে এসব না করার জন্য অনুরোধ করতাম। কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এবার সবাই ঐক্যবদ্ধ হয়েছি অশ্লীলতা, গান-বাজনার আড়ালে ইয়াবা-গাঁজার ব্যবসা ও সেবন, নাচ-নারীনৃত্য, অসামাজিক-অনৈতিক ও অনৈসলামিক কার্যকলাপ কঠোর হাতে দমন করার জন্য।’
তিনি বলেন, ‘আলেম-ওলামা, ছাত্র-জনতা, খাদেম পরিবার, এলাকাবাসী, সিটি করপোরেশনের কাউন্সিলর ও স্থানীয় প্রশাসন সবাই মিলেই আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত হয়েছে।’
সিলেট সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন (নাদিম) আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে প্রথমে আমরা বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠকে বসি। তখন বিষয়টির মধ্যস্থতার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। বিকেলে আমার কার্যালয়ে সব পক্ষকে নিয়ে বসলে সবাই নীতিগত ভাবে মাজারে অসামাজিক-অনৈতিক ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুক্রবার মানববন্ধন হলে বিষয়টি আমরা আনুষ্ঠানিক ভাবে জানানোর প্রয়োজন মনে করি।’
তিনি বলেন, ‘এরই প্রেক্ষিতে খাদেম ভিডিও বার্তায় সম্মিলিত সিদ্ধান্ত জানিয়ে দেন। আগে থেকেই মাজারের খাদেম পরিবার গান-বাজনা, নাচ, মাদক সেবনের মতো গর্হিত কর্মকাণ্ডের বিপক্ষে ছিলেন। তবে মাজারের ওরস নির্ধারিত সময়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আয়োজন করা হবে। ওরসে যারা ইসলামের রীতি অনুযায়ী ইবাদত-বন্দেগি করতে আসবেন তাদের আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। জিয়ারতে যে কেউই যেকোনো সময় আসতে পারবেন। এতে কোনো বাধা নেই।’
সিলেটের হজরত শাহপরান (রহ.)-এর মাজারে ওরসকে কেন্দ্র করে নাচ-গান, মদ-গাঁজা সেবন, জুয়াসহ সমস্ত অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে মাজারের খাদিম পরিবার, প্রশাসন, ছাত্র-জনতা, উলামা-মাশায়েখ ও এলাকার সর্বস্তরের মানুষের ঐকমত্যের ভিত্তিতে ভিডিও বার্তায় মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ এই ঘোষণা দেন।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর ‘ওরসের নামে নাচ-গান, মদ-গাঁজা সেবন, জুয়া, অশ্লীলতা, নারী নৃত্যসহ যাবতীয় অসামাজিক-অনৈতিক ও অনৈসলামিক কার্যকলাপ’ বন্ধের দাবিতে মাজারের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়। ছাত্র জনতা, উলামা-মাশায়েখ ও সর্বস্তরের মুসলমানদের পক্ষে ‘অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি সিলেট’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ভিডিওতে খাদেম সৈয়দ কাবুল আহমদ বলেন, ‘ওরস উপলক্ষে আমরা খাদিম পরিবার, প্রশাসন, ছাত্র-জনতা, উলামা-মাশায়েখ ও এলাকার সর্বস্তরের মানুষ স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে বসে ছিলাম। সবার ঐকমত্যের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে মাজারে ওরসের নামে নাচ-গান, মদ-গাঁজা সেবন, জুয়া, অশ্লীলতা, নারী নৃত্যসহ যাবতীয় অসামাজিক-অনৈতিক ও অনৈসলামিক কার্যকলাপ, গান-বাজনা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো। ওরসে (প্রতিবছর রবিউল আউয়াল মাসের ৪ থেকে ৬ তারিখ) এসব আর হবে না। দূরদূরান্ত থেকে যারা আসবেন, দয়া করে মাজারে ঢোল-তবলা কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্র নিয়ে আসবেন না। যারা আসবেন তারা নামাজ পড়বেন। জিকির-আজগার, দোয়া-দরুদ করবেন।’
তিনি বলেন, ‘মাজারে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ওরসের নামে যে গানবাজনার আয়োজন করা হয়, তা-ও এখন থেকে বন্ধ থাকবে। কেউ এমন আয়োজন করার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।’
আজ শনিবার রাত ৮টার দিকে মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ধরনের চাপে পড়ে বা কারও ভয়ভীতিতে নয়। আমরা প্রতি বছরই ওরসের আগে মাইকিং করে এসব না করার জন্য অনুরোধ করতাম। কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এবার সবাই ঐক্যবদ্ধ হয়েছি অশ্লীলতা, গান-বাজনার আড়ালে ইয়াবা-গাঁজার ব্যবসা ও সেবন, নাচ-নারীনৃত্য, অসামাজিক-অনৈতিক ও অনৈসলামিক কার্যকলাপ কঠোর হাতে দমন করার জন্য।’
তিনি বলেন, ‘আলেম-ওলামা, ছাত্র-জনতা, খাদেম পরিবার, এলাকাবাসী, সিটি করপোরেশনের কাউন্সিলর ও স্থানীয় প্রশাসন সবাই মিলেই আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত হয়েছে।’
সিলেট সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন (নাদিম) আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে প্রথমে আমরা বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠকে বসি। তখন বিষয়টির মধ্যস্থতার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। বিকেলে আমার কার্যালয়ে সব পক্ষকে নিয়ে বসলে সবাই নীতিগত ভাবে মাজারে অসামাজিক-অনৈতিক ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুক্রবার মানববন্ধন হলে বিষয়টি আমরা আনুষ্ঠানিক ভাবে জানানোর প্রয়োজন মনে করি।’
তিনি বলেন, ‘এরই প্রেক্ষিতে খাদেম ভিডিও বার্তায় সম্মিলিত সিদ্ধান্ত জানিয়ে দেন। আগে থেকেই মাজারের খাদেম পরিবার গান-বাজনা, নাচ, মাদক সেবনের মতো গর্হিত কর্মকাণ্ডের বিপক্ষে ছিলেন। তবে মাজারের ওরস নির্ধারিত সময়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আয়োজন করা হবে। ওরসে যারা ইসলামের রীতি অনুযায়ী ইবাদত-বন্দেগি করতে আসবেন তাদের আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। জিয়ারতে যে কেউই যেকোনো সময় আসতে পারবেন। এতে কোনো বাধা নেই।’
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে