Ajker Patrika

ফলাফল যাই হোক মেনে নেব: আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২১ জুন ২০২৩, ১০: ১০
ফলাফল যাই হোক মেনে নেব: আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী স্ত্রী হ‌লি চৌধুরীকে নিয়ে ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি বলেন, ‘ফলাফল যাই হোক মেনে নেব।’ 

আজ বুধবার সকাল সোয়া ৮টায় নগরের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে আনোয়ারুজ্জামান বলেন, নগরবাসী উৎস‌বের আমেজে ভোট প্রয়োগ কর‌ছেন। ইভিএমে সহ‌জেই ভোট প্রদান কর‌তে পার‌ছেন তাঁরা।’ 

নির্বাচনে জয়ের ব্যাপা‌রে আশাবাদ ব্যক্ত করে আনোয়ারুজ্জামান ব‌লেন, আমি নির্বাচিত হলে সিলেটবাসীর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সিলেটের মানুষের দাবি দাওয়া ও আকাঙ্ক্ষা পূরণে আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। আশা করি নগরবাসী আমা‌কে ভোট দি‌য়ে নির্বা‌চিত কর‌বেন। ফলাফল যাই হোক, তি‌নি তা মে‌নে নেবেন ব‌লেও জানান। 

বি‌ভিন্ন কে‌ন্দ্রে প্র‌তিদ্ব‌ন্দ্বী প্রার্থীর এজেন্ট না থাকার বিষ‌য়ে আনোয়ারুজ্জামান ব‌লেন, এটা প্রার্থীর সমস্যা। ওরা য‌দি এজেন্ট না দি‌তে পা‌রে, ওদের য‌দি লোক না থা‌কে, আমা‌দের তো কিছু করার নেই। আমরা তো কউ‌কে বাধা দেইনি। সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ক‌রে তিনি ব‌লেন, ‘আপনারাই ব‌লেন, কোথাও বাধা দেওয়া হ‌চ্ছে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত