অস্ত্র মামলায় ভারতীয় দুই নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৫: ৪৩
Thumbnail image

সিলেটে অস্ত্র মামলায় ভারতীয় দুই নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শায়লা শারমীন এ দণ্ডাদেশ ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মো. আব্দুছ ছাত্তার ও বিনা ইয়াসমীন।

দণ্ডিতরা হচ্ছেন ভারতের জয়াই ইথিয়াং থানার বটছড়া গ্রামের মৃত শ্রী রমের ছেলে তাও (৬৫) এবং একই গ্রামের আলবানের ছেলে শ্রী ব্রাজিল (৪৯)। 

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের এপ্রিল মাসে কানাইঘাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন এই দুই ভারতীয় নাগরিক। তাও ও ব্রাজিল কানাইঘাটের লক্ষ্মী প্রসাদ পূর্ব ইউনিয়নের বড়গ্রামে অবস্থানকালে বিজিবি তাঁদের গ্রেপ্তার করে। তখন তাঁদের কাছ থেকে একনলা বন্দুক, দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার সাইফুল ইসলাম বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। এই মামলার দীর্ঘ শুনানি শেষে গত মঙ্গলবার আদালতে দুই আসামি ভারতীয় নাগরিক তাও ও ব্রাজিলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত