কুলাউড়ায় ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ১১

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামে এ ঘটনা ঘটে। 

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। 

মৃত শিশুরা হলো একই গ্রামের তাহির আলীর মেয়ে মেঘলা বেগম (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬)। 

কুলাউড়া থানার এসআই (উপপরিদর্শক) আতিকুল আলম শিশুদের পরিবারের বরাত দিয়ে জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘলা তার বাবার সঙ্গে মোহনাকে নিয়ে তাদের খেতের জমিতে যেতে চাইলে তাহির আলী বাধা দেন। পরে মোহনা ও মেঘলা বাড়ির দিকে ফিরে যায়। পরে সন্ধ্যায় মোহনার বাবা তাহির আলী বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় দুই শিশুর লাশ ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। 

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ডোবায় পড়ে দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত