মৌলভীবাজারে পানিবন্দী ৩ লাখ মানুষ, সব নদীর পানি বিপৎসীমার ওপরে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
Thumbnail image

মৌলভীবাজারে দুদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে জেলার সব কটি নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাতে জেলার অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ধলাই ও মনু নদীর বিভিন্ন জায়গায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি উপচে সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। তলিয়ে গেছে পাকা আউশ ফসল, আমন ধানের চারা ও মাছের ঘের।

সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার ধলাই নদীর বিভিন্ন প্রতিরক্ষা বাঁধ ভেঙে কমলগঞ্জ উপজেলা প্লাবিত হয়। রাতে কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন জায়গায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বিভিন্ন সড়ক তলিয়ে যায়। অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছেন।

আজ বুধবার খোঁজ নিয়ে দেখা যায়, জেলার কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাতে জেলার কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর, জুড়ী, বড়লেখা ও সদর উপজেলায় বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৩ লাখ মানুষ। বেশির ভাগ পানিবন্দী মানুষ কোনো ত্রাণ বা শুকনো খাবার পাননি। অনেকে অনাহারে দিন কাটাচ্ছেন। বন্যায় তলিয়ে গেছে আউশ ও আমন ফসল। বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কুলাউড়া উপজেলার পানিবন্দী জিয়াউর রহমান বলেন, ‘রাতে মনু নদী ভেঙে আমার ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। গরু, ছাগল, হাঁস-মুরগি ও সবজিগুলো তলিয়ে গেছে। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের প্রয়োজন আমাদের। খুব কষ্টে দিন যাপন করছি।’

বন্যায় তলিয়ে যাওয়া এলাকা। ছবি: আজকের পত্রিকাজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ১ হাজার হেক্টরের মধ্যে ৮০ হাজার ৯৫৩ হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। এর মধ্যে চলতি বন্যায় ১১ হাজার ৬০৮ হেক্টর রোপণ করা আমন ধানের চারা তলিয়ে গেছে। আমনের ১৭৪ হেক্টর বীজতলা, রবিশস্য ২১২ হেক্টর ও পাকা আউশ ধান ১ হাজার ৫৬১ হেক্টর তলিয়ে গেছে।

বন্যায় তলিয়ে যাওয়া এলাকা। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সব কটি নদীর পানি বেড়েছে। সব কটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন নদীর ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত