সিলেটে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
Thumbnail image

সিলেট মহানগর, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থানে আগামীকাল শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডাল কাটার জন্য সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

গতকাল বৃহস্পতিবার বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২–এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন ও বিশ্বনাথ জোনাল অফিস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি–১–এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ছাইফুল ইসলাম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়নমূলক কাজের জন্য ৩৩ কেভি ফিডার এবং ১১ কেভি ফিডারের আওতাধীন সিলেট মহানগরের বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশপাশের এলাকায় আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

অপরদিকে ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য আগামীকাল শনিবার বিশ্বনাথ উপজেলার সব এলাকায় এবং দক্ষিণ সুরমা থানার লালবাজার ইউনিয়ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত