পড়া না পারায় মাদ্রাসাছাত্রকে নির্যাতন

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২২, ২০: ৫৪

পড়া না পারায় সিলেটের গোলাপগঞ্জে ১৩ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে শাফি আহমদ নামের এক শিক্ষকের বিরুদ্ধে। আহত ছাত্রকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শাফি আহমদ রাণাপিং চন্দনভাগ গ্রামের আয়শা সিদ্দিকা (রা.) ইন্টা. তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক। গতকাল রোববার এ ঘটনা ঘটে।

ওই ছাত্রের অভিভাবকের অভিযোগ, গতকাল রোববার সন্ধ্যায় হিফজ বিভাগের ওই ছাত্র রুটিন মোতাবেক পড়া মুখস্থ বলতে না পারায় বেত দিয়ে মেরে জখম করেন শিক্ষক শাফি আহমদ। ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রের কোনো অভিভাবককে না জানিয়ে এবং চিকিৎসার ব্যবস্থা না করে মাদ্রাসায় আটকে রাখে। এশার নামাজের সময় ছাত্রটি সুযোগ বুঝে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পরে রাত নয়টার দিকে মাদ্রাসায় গিয়ে ছাত্রের এক অভিভাবক জানতে পারেন, সে মাদ্রাসায় নেই। পরে তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে গ্রামের একটি দোকানে তাকে পান। এরপর সে নির্যাতনের ঘটনাটি অভিভাবকদের খুলে বলে। 

বিষয়টি সম্পর্কে জানতে আয়শা সিদ্দিকা (রা.) ইন্টা. তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ বদরুল হকের মোবাইল নম্বরে বারবার ফোন করা হয়। তিনি ফোন না ধরায় এ নিয়ে তাঁর কোনো মন্তব্য জানা যায় নি। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে ওই ছাত্রের পক্ষ থেকে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত