সুনামগঞ্জ প্রতিনিধি
নদীতে টোলের নামে চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সচিব রাজেশ তালুকদার বলেন, টোলের নামে অতিরিক্ত টাকা নেওয়া হবে না বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে আট দিন বন্ধ থাকার পর বড়ছড়া, চারাগাও ও বাগলী শুল্কস্টেশন থেকে নদীপথে আজ সোমবার সকাল থেকে কয়লা ও চুনাপাথর পরিবহন শুরু হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে কয়লা ও চুনাপাথর বিক্রয় এবং উপজেলার পাটলাই নদীপথে পরিবহন বন্ধ রাখে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কস্টেশন বড়ছড়া, চারাগাঁও ও বাগলীর আমদানিকারকরা।
সুনামগঞ্জের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশনের প্রায় ৭০০ আমদানিকারক দেশের বিভিন্ন অঞ্চলে পাটলাই নদী দিয়ে চুনাপাথর ও কয়লা পাঠান। পাটলাই নদীর ডাম্পের বাজার নৌকাঘাটে ইঞ্জিনচালিত নৌকা বা বাল্কহেডে মালামাল লোড দেওয়ার সময় বিআইডব্লিউটিএ ও স্থানীয় তহসিল অফিসের পক্ষ থেকে টোল আদায় করেন কিছু লোক। ব্যবসায়ীদের দাবি, এখানে নির্ধারিত টোলের চেয়ে বহুগুণ বেশি টাকা আদায় করা হয়।
বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক সুব্রত রায় বলেন, ‘আমাদের ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা না নিতে।’
নদীতে টোলের নামে চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সচিব রাজেশ তালুকদার বলেন, টোলের নামে অতিরিক্ত টাকা নেওয়া হবে না বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে আট দিন বন্ধ থাকার পর বড়ছড়া, চারাগাও ও বাগলী শুল্কস্টেশন থেকে নদীপথে আজ সোমবার সকাল থেকে কয়লা ও চুনাপাথর পরিবহন শুরু হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে কয়লা ও চুনাপাথর বিক্রয় এবং উপজেলার পাটলাই নদীপথে পরিবহন বন্ধ রাখে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কস্টেশন বড়ছড়া, চারাগাঁও ও বাগলীর আমদানিকারকরা।
সুনামগঞ্জের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্ক স্টেশনের প্রায় ৭০০ আমদানিকারক দেশের বিভিন্ন অঞ্চলে পাটলাই নদী দিয়ে চুনাপাথর ও কয়লা পাঠান। পাটলাই নদীর ডাম্পের বাজার নৌকাঘাটে ইঞ্জিনচালিত নৌকা বা বাল্কহেডে মালামাল লোড দেওয়ার সময় বিআইডব্লিউটিএ ও স্থানীয় তহসিল অফিসের পক্ষ থেকে টোল আদায় করেন কিছু লোক। ব্যবসায়ীদের দাবি, এখানে নির্ধারিত টোলের চেয়ে বহুগুণ বেশি টাকা আদায় করা হয়।
বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক সুব্রত রায় বলেন, ‘আমাদের ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা না নিতে।’
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
১২ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
২৭ মিনিট আগে