বিশ্বনাথ আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল পদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৮: ৪৮

সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নু’মান আহমদকে অপসারণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে ছাত্র-অভিভাবকসহ অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রিন্সিপাল নু’মান আহমদের পক্ষের মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র ইসলামউদ্দিন জানান, বহিরাগতদের হামলায় তাদের পক্ষের আব্দুল সামাদ, গিয়াস উদ্দিন, আউয়াল হোসেন পারভেজ, মিনহাজ উদ্দিন, আবিদ উদ্দিন ও শাহজাহানসহ আরও ১০-১৫ জন ছাত্র আহত হয়েছেন। 

আর প্রিন্সিপালকে অপসারণের পক্ষের লোক শরিষপুর গ্রামের আব্দুল হান্নান জানান, তাদের পক্ষে প্রায় ৭-৮ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন—সুরত মিয়া, ছালিক মিয়া, জলাল মিয়া, সাইদুল ইসলাম। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সংঘর্ষের আগে একপক্ষ ছিল প্রিন্সিপালের পক্ষে ও অপরপক্ষ ছিল প্রিন্সিপালকে অপসারণের পক্ষে। এ সময় অনেকের হাতে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে হামলা করতে দেখা যায়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ ১৫ দিনের দুই দফা ছুটি শেষে বৃহস্পতিবার মাদ্রাসায় যোগদান করতে গেলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

এ ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নু’মান আহমদের সঙ্গে মোবাইলে ফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নাজিমউদ্দিন বলেন, প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ জোরপূর্বক মাদ্রাসায় ঢুকে দায়িত্ব নিতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বৈঠক করেছেন। সাবেক প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদের ছুটির বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি (মাওলানা নাজিমউদ্দিন) ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করবেন বলে জানান। 

এ ব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় আজকের পত্রিকাকে বলেন, উভয় পক্ষকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মাদ্রাসায় ক্লাস চলবে এবং সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রিন্সিপাল মাওলানা নুমান আহমদ ছুটিতে থাকবেন। এ ছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের আইডি কার্ড বানিয়ে দেওয়া হবে যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত