কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নবায়ন ছাড়পত্র না পেয়েও বিভিন্ন বিদ্যালয় ঘেঁষে ও কৃষিজমি নষ্ট করে কার্যক্রম চালাচ্ছে বেশ কয়েকটি ইটভাটা। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, পরিবেশ অধিদপ্তর নবায়ন ছাড়পত্র দেয়নি, তারপরও ইটভাটাগুলো নিয়মিত তাদের কাজ চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে শোনা যায় ইটভাটায় জরিমানা করা হয়েছে, কিন্তু স্থায়ী ভাবে কোন সমাধান হচ্ছে না।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইব্রাহিম ব্রিকস, সাফারি ব্রিকস, এমএমবি ব্রিকসকে পরিবেশগত নবায়ন ছাড়পত্র দেওয়া হয়নি। এ ছাড়া মেসার্স মহসিন ব্রিকসের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই চারটি ইটভাটা ছাড়া কাটলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী কৃষিজমিতে পলাশ ব্রিকস নামে আরও দুটি ইটভাটা স্থাপন করা হয়েছে।
তবে এসব ব্রিকসে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থেমে নেই ইট পোড়ানো। ভাটার কালো ধোঁয়া, ছাই ও পরিবেশ দূষণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্থানীয় বাসিন্দাসহ বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।
বিদ্যমান পরিবেশ আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, পাহাড়, গবেষণা প্রতিষ্ঠান এবং লোকালয় থেকে ৩ কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ অনুযায়ী এমন স্পর্শকাতর জায়গায় ইটভাটা করার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার সুযোগ নেই।
অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম ব্রিকসের মালিক ইব্রাহিম মিয়া বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সকল আইন মেনেই ভাটার কার্যক্রম চালাচ্ছি।’
সাফারি ব্রিকস এর ম্যানেজার রিংকু বাবু বলেন, ‘ছাড়পত্রের ব্যাপারে আমার কিছু জানা নেই। এটা ভাটার মালিক জানেন। তবে আমরা আইন মেনে ব্রিকস পরিচালনা করছি।’
এমএমবি ব্রিকস এর পরিচালক নাহিদ আহমেদ বলেন, ‘আমাদের পরিবেশ অধিদপ্তর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ছাড়পত্র ও ব্রিকস স্থানান্তর করার জন্য সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে আমরা ব্রিকস স্থানান্তর করে ফেলব।’
ব্রিকসের লাইসেনস বাতিলের বিষয়ে মহসিন ব্রিকসের ম্যানেজার মিন্টু দেব বলেন, ‘আমরা পরিবেশ অধিদপ্তর থেকে ব্রিকস স্থানান্তর করার জন্য তিন বছর সময় নিয়েছি। এই সময়ের জন্য আমাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন মৌলভীবাজার জেলার সমন্বয়ক সালেহ সোহেল বলেন, এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরকে আরও সচেতন হয়ে স্থায়ী সমাধানের জন্য কাজ করা উচিত।
কমলগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, জনবসতি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি ইটভাটা স্থাপনের ফলে অ্যালার্জি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, ‘আমরা বিভিন্ন সময় তাঁদের জরিমানা করে আসছি। কমলগঞ্জ উপজেলার ৪টি ব্রিকসকে এ বছর পরিবেশগত নবায়ন ছাড়পত্র দেওয়া হয়নি। কেউ যদি পরিবেশের ছাড়পত্র না পেয়ে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নবায়ন ছাড়পত্র না পেয়েও বিভিন্ন বিদ্যালয় ঘেঁষে ও কৃষিজমি নষ্ট করে কার্যক্রম চালাচ্ছে বেশ কয়েকটি ইটভাটা। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, পরিবেশ অধিদপ্তর নবায়ন ছাড়পত্র দেয়নি, তারপরও ইটভাটাগুলো নিয়মিত তাদের কাজ চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে শোনা যায় ইটভাটায় জরিমানা করা হয়েছে, কিন্তু স্থায়ী ভাবে কোন সমাধান হচ্ছে না।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ইব্রাহিম ব্রিকস, সাফারি ব্রিকস, এমএমবি ব্রিকসকে পরিবেশগত নবায়ন ছাড়পত্র দেওয়া হয়নি। এ ছাড়া মেসার্স মহসিন ব্রিকসের লাইসেন্স বাতিল করা হয়েছে। এই চারটি ইটভাটা ছাড়া কাটলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী কৃষিজমিতে পলাশ ব্রিকস নামে আরও দুটি ইটভাটা স্থাপন করা হয়েছে।
তবে এসব ব্রিকসে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থেমে নেই ইট পোড়ানো। ভাটার কালো ধোঁয়া, ছাই ও পরিবেশ দূষণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন স্থানীয় বাসিন্দাসহ বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা।
বিদ্যমান পরিবেশ আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, পাহাড়, গবেষণা প্রতিষ্ঠান এবং লোকালয় থেকে ৩ কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ অনুযায়ী এমন স্পর্শকাতর জায়গায় ইটভাটা করার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার সুযোগ নেই।
অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম ব্রিকসের মালিক ইব্রাহিম মিয়া বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সকল আইন মেনেই ভাটার কার্যক্রম চালাচ্ছি।’
সাফারি ব্রিকস এর ম্যানেজার রিংকু বাবু বলেন, ‘ছাড়পত্রের ব্যাপারে আমার কিছু জানা নেই। এটা ভাটার মালিক জানেন। তবে আমরা আইন মেনে ব্রিকস পরিচালনা করছি।’
এমএমবি ব্রিকস এর পরিচালক নাহিদ আহমেদ বলেন, ‘আমাদের পরিবেশ অধিদপ্তর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ছাড়পত্র ও ব্রিকস স্থানান্তর করার জন্য সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে আমরা ব্রিকস স্থানান্তর করে ফেলব।’
ব্রিকসের লাইসেনস বাতিলের বিষয়ে মহসিন ব্রিকসের ম্যানেজার মিন্টু দেব বলেন, ‘আমরা পরিবেশ অধিদপ্তর থেকে ব্রিকস স্থানান্তর করার জন্য তিন বছর সময় নিয়েছি। এই সময়ের জন্য আমাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন মৌলভীবাজার জেলার সমন্বয়ক সালেহ সোহেল বলেন, এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরকে আরও সচেতন হয়ে স্থায়ী সমাধানের জন্য কাজ করা উচিত।
কমলগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, জনবসতি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি ইটভাটা স্থাপনের ফলে অ্যালার্জি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, ‘আমরা বিভিন্ন সময় তাঁদের জরিমানা করে আসছি। কমলগঞ্জ উপজেলার ৪টি ব্রিকসকে এ বছর পরিবেশগত নবায়ন ছাড়পত্র দেওয়া হয়নি। কেউ যদি পরিবেশের ছাড়পত্র না পেয়ে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুইটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক...
২০ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ঘেরাও করেছে রাজধানীর ৩৫ টির বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নামফলক ভেঙে ফেলে।
২৪ মিনিট আগেমানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা। রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
৩৮ মিনিট আগে