সিলেট প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ ১২ বছর পর শেষ হয়েছে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০১৩ সালে অডিটরিয়াম ভবন নির্মাণকাজ শুরু হয়ে ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও বিগত প্রশাসনের অব্যবস্থাপনার ফলে অডিটরিয়ামের নির্মাণকাজ বিলম্ব হয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে আজ শনিবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই অডিটরিয়াম।
একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. আলিমুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে শেষ হয়েছে সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডেলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নান্দনিক অডিটরিয়াম নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সব ধরনের অনুষ্ঠান এখানে পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের যেকোনো প্রতিষ্ঠানের বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে। এতে সবার সময় ও অর্থের সাশ্রয় হবে।
সিকৃবির উপাচার্য মো. আলিমুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় সিকৃবিতে বৃহত্তর সিলেটের মধ্যে সর্বাধুনিক অডিটরিয়াম নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের একটি উল্লেখযোগ্য দাবি পূরণ করা সম্ভব হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠান আয়োজনে তেমন বেগ পোহাতে হবে না।
প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ১০০ আসনবিশিষ্ট নান্দনিক ও আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়াম নির্মাণ শেষে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ ১২ বছর পর শেষ হয়েছে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ২০১৩ সালে অডিটরিয়াম ভবন নির্মাণকাজ শুরু হয়ে ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও বিগত প্রশাসনের অব্যবস্থাপনার ফলে অডিটরিয়ামের নির্মাণকাজ বিলম্ব হয়েছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে আজ শনিবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই অডিটরিয়াম।
একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. আলিমুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে শেষ হয়েছে সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়ামের নির্মাণকাজ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডেলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নান্দনিক অডিটরিয়াম নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সব ধরনের অনুষ্ঠান এখানে পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের যেকোনো প্রতিষ্ঠানের বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে। এতে সবার সময় ও অর্থের সাশ্রয় হবে।
সিকৃবির উপাচার্য মো. আলিমুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় সিকৃবিতে বৃহত্তর সিলেটের মধ্যে সর্বাধুনিক অডিটরিয়াম নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের একটি উল্লেখযোগ্য দাবি পূরণ করা সম্ভব হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠান আয়োজনে তেমন বেগ পোহাতে হবে না।
প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ হাজার ১০০ আসনবিশিষ্ট নান্দনিক ও আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়াম নির্মাণ শেষে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর, আলাদীপুর ও পাঁচরোখী বিলে স্থায়ী জলাবদ্ধতার কারণে ১৭৫ হেক্টর জমিতে ইরি বোরো চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তালার কপোতাক্ষ নদ ও খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর সঙ্গে এসব বিলের সংযোগ খাল দীর্ঘদিন খনন না হওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিলের জমির মালিক ও দরিদ্র কৃষকে
১৮ মিনিট আগেনদী দখলের নতুন চিত্র ধরা পড়ল কুমিল্লার হোমনায়। এ উপজেলা দিয়ে প্রবাহিত তিতাস নদের দুই পাশে কয়েক শ অবৈধ বাঁশের ঘের দেওয়া হয়েছে। এসব ঘের থেকে নির্বিচারে রেণুসহ বিভিন্ন মাছ শিকার করা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নদের স্বাভাবিক স্রোতোধারা। এ কারণে নদটি কোথাও কোথাও মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন নির্বিচারে মাছ
২১ মিনিট আগেভবনটির নকশায় ১০ তলার অনুমোদন ছিল। কিন্তু গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সুউচ্চ ভবনটি নকশাবহির্ভূতভাবে ১১ তলা করা হয়েছে। বরিশাল মহানগরের শীতলাখোলার ভবনটিই শুধু নয়, অভিযোগ রয়েছে, মহানগরের প্রায় এক ডজন ভবন এভাবে নকশাবহির্ভূতভাবে বর্ধিত করা হয়েছে।
২২ মিনিট আগেরাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন।
৮ ঘণ্টা আগে