প্রতিনিধি, গোলাপগঞ্জ (সিলেট)
উন্নত জীবনের আশায় অবৈধপথে ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমিয়েছিলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যুবক ইমরান; পৌঁছলেনও। কিন্তু জীবিত নয়, লাশ হয়ে। উপার্জনের স্বপ্ন পূরণ না হওয়া এ যুবকের মরদেহটি এখন গ্রিসের আলেকজান্দ্রোপলি মর্গে রয়েছে। নিহতের ছোট ভাই সলমান আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ইমরান আহমদ চৌধুরী এবাদ গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণবাঘা গ্রামের মৃত ইকবাল আহমদ চৌধুরীর ছেলে। তিনি রেইনবো গ্রুপের প্রতিষ্ঠান জাস্ট অর্ডারের পরিচালক ছিলেন।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শাহনুর রিপন জানান, পাসপোর্টের ঠিকানা অনুসারে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইমরান নামের যুবকের মরদেহ আলেকজান্দ্রোপলি মর্গে রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে প্রায় ২ বছর আগে দেশ ছাড়েন ব্যবসায়ী ইমরান আহমদ চৌধুরী এবাদ। কয়েক মাস আগে সে দালালের মাধ্যমে অবৈধভাবে দুবাই থেকে ইরান হয়ে তুর্কি যায়। এরপর কয়েক মাস ইমরানের কোন খোঁজ পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে তুর্কি থেকে গ্রিসে পৌঁছে দেওয়ার এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন নিহতের ভাই সলমান।
এতে এজেন্সির লোক তাঁকে বলে—ইমরান গ্রিসের কুমুদিনী ক্যাম্পে আছে। সবশেষ গত ৭ সেপ্টেম্বর ভাইয়ের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নিহতের ভাই সলমান। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন ইমরান ১৮ জুলাই তুর্কি থেকে গ্রিসে যাওয়ার পথে গ্রিসের সীমান্তে ঢুকে অসুস্থ হয়ে মারা যান।
তবে ৫-৬ দিন আগে এক সিরিয়ান নাগরিক ফেসবুকের মাধ্যমে ইমরানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মৃতদেহের সন্ধান দেন। মরদেহটি দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান ইমরানের ভাই সলামান।
উন্নত জীবনের আশায় অবৈধপথে ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমিয়েছিলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যুবক ইমরান; পৌঁছলেনও। কিন্তু জীবিত নয়, লাশ হয়ে। উপার্জনের স্বপ্ন পূরণ না হওয়া এ যুবকের মরদেহটি এখন গ্রিসের আলেকজান্দ্রোপলি মর্গে রয়েছে। নিহতের ছোট ভাই সলমান আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ইমরান আহমদ চৌধুরী এবাদ গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণবাঘা গ্রামের মৃত ইকবাল আহমদ চৌধুরীর ছেলে। তিনি রেইনবো গ্রুপের প্রতিষ্ঠান জাস্ট অর্ডারের পরিচালক ছিলেন।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শাহনুর রিপন জানান, পাসপোর্টের ঠিকানা অনুসারে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইমরান নামের যুবকের মরদেহ আলেকজান্দ্রোপলি মর্গে রয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে প্রায় ২ বছর আগে দেশ ছাড়েন ব্যবসায়ী ইমরান আহমদ চৌধুরী এবাদ। কয়েক মাস আগে সে দালালের মাধ্যমে অবৈধভাবে দুবাই থেকে ইরান হয়ে তুর্কি যায়। এরপর কয়েক মাস ইমরানের কোন খোঁজ পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে তুর্কি থেকে গ্রিসে পৌঁছে দেওয়ার এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন নিহতের ভাই সলমান।
এতে এজেন্সির লোক তাঁকে বলে—ইমরান গ্রিসের কুমুদিনী ক্যাম্পে আছে। সবশেষ গত ৭ সেপ্টেম্বর ভাইয়ের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন নিহতের ভাই সলমান। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন ইমরান ১৮ জুলাই তুর্কি থেকে গ্রিসে যাওয়ার পথে গ্রিসের সীমান্তে ঢুকে অসুস্থ হয়ে মারা যান।
তবে ৫-৬ দিন আগে এক সিরিয়ান নাগরিক ফেসবুকের মাধ্যমে ইমরানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মৃতদেহের সন্ধান দেন। মরদেহটি দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান ইমরানের ভাই সলামান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
৮ মিনিট আগেভাঙচুর–ককটেল বিস্ফোরণের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে সাবেক মন্ত্রী শাহজাহান ওমর বীর উত্তমসহ ৫৩ জনের নামে মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও দেড় শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
১২ মিনিট আগেসংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
১৯ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
২৯ মিনিট আগে