মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে আ.লীগ নেতা সিরাজের বহরে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১৭: ৫৮
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৮: ২১

সিলেট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে ফিরছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। ফেরার পথে তাঁর গাড়িবহরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন সিরাজ ও তাঁর পক্ষের লোকজন। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নগরের দরগা গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

তবে পুলিশ কর্মকর্তা বলছেন, এ বিষয়ে শুনেছেন। কিন্তু ঘটনাস্থলে এখনো যাননি। খোঁজখবর নেওয়া হচ্ছে। 

সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

মিসবাহ উদ্দিন সিরাজের বহরে থাকা নেতা-কর্মীরা জানান, মিসবাহ সিরাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি কয়েক শ কর্মী-সমর্থকের গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ১০-১৫ জন দুর্বৃত্ত ৫-৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। 

জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মিসবাহ উদ্দিন সিরাজ। ছবি: আজকের পত্রিকাককটেল বিস্ফোরণের পরপরই মিসবাহ তাঁর গাড়ি থেকে নামেন। এ সময় তাঁর কর্মী-সমর্থকেরা দুর্বৃত্তদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ককটেল বিস্ফোরণকারীরা হজরত শাহজালাল (রহ.) মাজারের দিকে পালিয়ে যায়। 

এ বিষয়ে মিসবাহ উদ্দিন সিরাজ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন প্রার্থী হওয়ার খবর শুনে একটি মহলের ঘুম হারাম হয়ে গেছে। তারা আমাকে নির্বাচন থেকে বিরত রাখতে চায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আজকের আমার মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে তাদের চেষ্টা ব্যর্থ হওয়ায়, তারাই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু এসব করে আমাকে নির্বাচন থেকে পিছু হটানো যাবে না। কারা এ ঘটনা ঘটিয়েছে খোঁজ করে বের করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনারকে জানিয়েছি। তাঁরা আশ্বস্ত করেছেন।’ 

জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস ও সিটিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘দরগা গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। আমরা খোঁজখবর নিচ্ছি। তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত