মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার)
মৌলভীবাজারে বন্যার পরে খরায় পুড়ছে ফসলের খেত। ধান ও শীতকালীন সবজিখেতে সেচ দিতে না পারায় দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
জেলার কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে জানা গেছে, জেলায় বন্যায় আমনের চারা নষ্ট হওয়ার পর কৃষকেরা দ্বিগুণ দামে চারা কিনে আবারও খেতে রোপণ করেন। গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় অতি গরমে আমনের জমি ফেটে গেছে। এতে রোপণ করা আমন ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদি এক সপ্তাহের মধ্যে বৃষ্টি বা সেচ দেওয়া না হয়, কৃষকেরা আবার ক্ষতিগ্রস্ত হবেন। এ ছাড়া তীব্র খরার প্রভাবে শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
কৃষকেরা জানান, সম্প্রতি বন্যায় অনেক খেতের আমন ফসল পচে গেছে। অনেক কৃষক দ্বিগুণ দামে চারা কিনে খেতে আবার রোপণ করেছেন। গত কয়েক দিনের তীব্র গরমে রোপণ করা জমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। বৃষ্টি না হলে এসব জমির আমন ধান নষ্ট হয়ে যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বন্যায় ৪০ হাজার ৪৮২ হেক্টর জমির আমন ফসল তলিয়ে যায়। বন্যার পানি কমার পর জেলায় ১৪ হাজার ৫৫১ হেক্টর আমন ফসল পচে নষ্ট হয়ে গেছে। বন্যা-পরবর্তী সময়ে কৃষকেরা বিভিন্ন জায়গা থেকে ধানের চারা সংগ্রহ করে আবার আমন ধানের চারা রোপণ করছেন। বর্তমানে জেলায় ১ লাখ ১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। বৃষ্টি না হওয়ায় পানির অভাবে অনেক খেত শুকিয়ে গেছে। এসব জমিতে সেচ না দিলে চারা নষ্ট হয়ে যাবে।
জেলার কমলগঞ্জ উপজেলার কৃষক আনোয়ার খান বলেন, ‘একরপ্রতি ১০ থেকে ১১ হাজার টাকা খরচ করে আমন ধানের চারা রোপণ করেছিলাম। বন্যায় ধানের চারা পচে নষ্ট হওয়ায় নতুন করে বিভিন্ন জায়গা থেকে দ্বিগুণ দামে আমন ধানের চারা কিনে আবার রোপণ করেছি। সব মিলে প্রতি একর জমিতে ২২ থেকে ২৩ হাজার টাকা খরচ হয়েছে। এখন বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে আবার ধানগাছ নষ্ট হয়ে যাচ্ছে। সেচ দেওয়ার ব্যবস্থা নেই।’
রাজনগর উপজেলার কৃষক শওকত আলী বলেন, ‘আমার দুই একর জমির আমন ফসল পচে একেবারে নষ্ট হয়ে গেছে। এরপর আবার চারা কিনে রোপণ করেছি। এখন গত কয়েক দিন ধরে পানির অভাবে আবার নষ্ট হয়ে যাচ্ছে ধানগাছ। বোরো মৌসুমে সেচের ব্যবস্থা থাকলেও এখন খেতে কোনোভাবে পানি দিতে পারছি না। বারবার ঋণ করে আমন চাষ করেছি। এখন যদি খরায় আমন ধান নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের কাছে হাত পেতে চলতে হবে।’
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, তীব্র গরমে অনেক আমন ফসলের মাঠ শুকিয়ে গেছে। ধানের চারা রক্ষার জন্য সেচ দিতে হবে। আমরা কৃষকদের দিয়েছি ‘পিও ভিট’ ও এমওপি (মিউরেট অব পটাশ) সার ব্যবহার করার জন্য। তাহলে খরতাপ থেকে ফসল কিছুটা রক্ষা পাবে।
মৌলভীবাজারে বন্যার পরে খরায় পুড়ছে ফসলের খেত। ধান ও শীতকালীন সবজিখেতে সেচ দিতে না পারায় দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
জেলার কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে জানা গেছে, জেলায় বন্যায় আমনের চারা নষ্ট হওয়ার পর কৃষকেরা দ্বিগুণ দামে চারা কিনে আবারও খেতে রোপণ করেন। গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় অতি গরমে আমনের জমি ফেটে গেছে। এতে রোপণ করা আমন ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদি এক সপ্তাহের মধ্যে বৃষ্টি বা সেচ দেওয়া না হয়, কৃষকেরা আবার ক্ষতিগ্রস্ত হবেন। এ ছাড়া তীব্র খরার প্রভাবে শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
কৃষকেরা জানান, সম্প্রতি বন্যায় অনেক খেতের আমন ফসল পচে গেছে। অনেক কৃষক দ্বিগুণ দামে চারা কিনে খেতে আবার রোপণ করেছেন। গত কয়েক দিনের তীব্র গরমে রোপণ করা জমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। বৃষ্টি না হলে এসব জমির আমন ধান নষ্ট হয়ে যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বন্যায় ৪০ হাজার ৪৮২ হেক্টর জমির আমন ফসল তলিয়ে যায়। বন্যার পানি কমার পর জেলায় ১৪ হাজার ৫৫১ হেক্টর আমন ফসল পচে নষ্ট হয়ে গেছে। বন্যা-পরবর্তী সময়ে কৃষকেরা বিভিন্ন জায়গা থেকে ধানের চারা সংগ্রহ করে আবার আমন ধানের চারা রোপণ করছেন। বর্তমানে জেলায় ১ লাখ ১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। বৃষ্টি না হওয়ায় পানির অভাবে অনেক খেত শুকিয়ে গেছে। এসব জমিতে সেচ না দিলে চারা নষ্ট হয়ে যাবে।
জেলার কমলগঞ্জ উপজেলার কৃষক আনোয়ার খান বলেন, ‘একরপ্রতি ১০ থেকে ১১ হাজার টাকা খরচ করে আমন ধানের চারা রোপণ করেছিলাম। বন্যায় ধানের চারা পচে নষ্ট হওয়ায় নতুন করে বিভিন্ন জায়গা থেকে দ্বিগুণ দামে আমন ধানের চারা কিনে আবার রোপণ করেছি। সব মিলে প্রতি একর জমিতে ২২ থেকে ২৩ হাজার টাকা খরচ হয়েছে। এখন বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে আবার ধানগাছ নষ্ট হয়ে যাচ্ছে। সেচ দেওয়ার ব্যবস্থা নেই।’
রাজনগর উপজেলার কৃষক শওকত আলী বলেন, ‘আমার দুই একর জমির আমন ফসল পচে একেবারে নষ্ট হয়ে গেছে। এরপর আবার চারা কিনে রোপণ করেছি। এখন গত কয়েক দিন ধরে পানির অভাবে আবার নষ্ট হয়ে যাচ্ছে ধানগাছ। বোরো মৌসুমে সেচের ব্যবস্থা থাকলেও এখন খেতে কোনোভাবে পানি দিতে পারছি না। বারবার ঋণ করে আমন চাষ করেছি। এখন যদি খরায় আমন ধান নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের কাছে হাত পেতে চলতে হবে।’
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, তীব্র গরমে অনেক আমন ফসলের মাঠ শুকিয়ে গেছে। ধানের চারা রক্ষার জন্য সেচ দিতে হবে। আমরা কৃষকদের দিয়েছি ‘পিও ভিট’ ও এমওপি (মিউরেট অব পটাশ) সার ব্যবহার করার জন্য। তাহলে খরতাপ থেকে ফসল কিছুটা রক্ষা পাবে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৭ ঘণ্টা আগে