নিজস্ব প্রতিবেদক, সিলেট
ফের সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে সিলেট মহানগর জামায়াত। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ১০ দফা দাবিতে ২১ জুলাই বেলা ২টায় নগরের রেজিস্টারি মাঠে সমাবেশের ডাক দিয়েছে দলটি।
শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নের লক্ষ্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের কার্যালয়ে যান। এ সময় জামায়াত নেতারা এসএমপির কমিশনার বরাবরে ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন নগর জামায়াতের নেতা জামিল আহমদ রাজু, ইয়াসীন খান, আব্দুল খালিক, রবিউল ইসলাম ও জুনেদ আহমদ প্রমুখ।
এসএমপি কার্যালয়ে আবেদন জমা শেষে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘দেশ জাতির ক্রান্তিলগ্নে নিরপেক্ষ
সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও আমিরে জামায়াত শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবিতে আমরা গতকাল (১৫ জুলাই) রেজিস্টারি মাঠে শান্তিপূর্ণ জনসভা ঘোষণা করেছিলাম। জনসভা সফলের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছিলাম। কিন্তু গত শুক্রবার মৌখিকভাবে আমাদেরকে জনসভার অনুমতি না দেওয়ার কথা জানানো হয়। এর প্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে ২১ জুলাই রেজিস্টারি মাঠে ফের জসনভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভা সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। আমরা বিশ্বাস করি প্রশাসন ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা করবে।’
জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রব আরও বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জনসভাকে কেন্দ্র করে আমাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ জনসভার আগের দিন রাস্তায় চলাচল করা অবস্থায় আমাদের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুরোনো একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে আটক সবার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আমরা আশা করছি পুলিশ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নে সহযোগিতা করবে।’
এ বিষয়ে এসএমপি কমিশনার ইলিয়াস শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াত আবেদন করেছে। আমরা ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলব। নিজেরাও যাচাই-বাছাই করে দেখব। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে একই দাবিতে নগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে ৫ জুলাই একটি প্রতিনিধি দল ১৫ জুলাই সমাবেশের আবেদন করেছিল। তবে নাশকতার তথ্য থাকায় পুলিশ ১৫ জুলাই সমাবেশের অনুমতি দেয়নি।
ফের সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে সিলেট মহানগর জামায়াত। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ১০ দফা দাবিতে ২১ জুলাই বেলা ২টায় নগরের রেজিস্টারি মাঠে সমাবেশের ডাক দিয়েছে দলটি।
শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নের লক্ষ্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের কার্যালয়ে যান। এ সময় জামায়াত নেতারা এসএমপির কমিশনার বরাবরে ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন নগর জামায়াতের নেতা জামিল আহমদ রাজু, ইয়াসীন খান, আব্দুল খালিক, রবিউল ইসলাম ও জুনেদ আহমদ প্রমুখ।
এসএমপি কার্যালয়ে আবেদন জমা শেষে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘দেশ জাতির ক্রান্তিলগ্নে নিরপেক্ষ
সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও আমিরে জামায়াত শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবিতে আমরা গতকাল (১৫ জুলাই) রেজিস্টারি মাঠে শান্তিপূর্ণ জনসভা ঘোষণা করেছিলাম। জনসভা সফলের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছিলাম। কিন্তু গত শুক্রবার মৌখিকভাবে আমাদেরকে জনসভার অনুমতি না দেওয়ার কথা জানানো হয়। এর প্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে ২১ জুলাই রেজিস্টারি মাঠে ফের জসনভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভা সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। আমরা বিশ্বাস করি প্রশাসন ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা করবে।’
জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রব আরও বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জনসভাকে কেন্দ্র করে আমাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ জনসভার আগের দিন রাস্তায় চলাচল করা অবস্থায় আমাদের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুরোনো একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে আটক সবার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আমরা আশা করছি পুলিশ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নে সহযোগিতা করবে।’
এ বিষয়ে এসএমপি কমিশনার ইলিয়াস শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াত আবেদন করেছে। আমরা ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলব। নিজেরাও যাচাই-বাছাই করে দেখব। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে একই দাবিতে নগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে ৫ জুলাই একটি প্রতিনিধি দল ১৫ জুলাই সমাবেশের আবেদন করেছিল। তবে নাশকতার তথ্য থাকায় পুলিশ ১৫ জুলাই সমাবেশের অনুমতি দেয়নি।
চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে এক শিক্ষককে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীর
৬ মিনিট আগেজাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। গতকাল শনিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
৩৫ মিনিট আগেকিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে টানা দুদিন পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পানি তোলার মোটর বিকল হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেহত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খান (৭৩) মারা গেছেন। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে