আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
২০১১ সালে বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ থেকে পৃথক হয়ে ৯ নম্বর সুরমা নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সুরমা ইউনিয়ন পরিষদের কোনো নিজস্ব ভবন নির্মাণ করা হয়নি। কখনো ভাড়াটে আবাসিক বাসভবন আবার কখনো বাজারের ক্লাবঘরে চলেছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, টেংরাটিলার বাজারের দক্ষিণ-পূর্ব পাশে জীর্ণ টিনশেডের ভবনে চলছে সুরমা ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ভবনের তিনটি কক্ষের একটিতে চেয়ারম্যান ও অপরটিতে সচিব বসেন। এই দুইটি থেকে অপেক্ষাকৃত একটু বড় কক্ষে গ্রাম আদালতের এজলাস বসে। ইউপি চেয়ারম্যান ও সচিবের কক্ষে চেয়ার নিয়ে ৮-১০ জন বসলেই সামান্য হাঁটাচলার জায়গা টুকুও আর অবশিষ্ট থাকে না।
স্থানীয়রা জানান, ২০১১ সালে ইউনিয়ন প্রতিষ্ঠার পর প্রথম পাঁচ বছর গিরিশনগর গ্রামের একটি আবাসিক বাড়িতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানো হয়েছে। পরবর্তীতে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত টেংরাটিলা বাজারের একটি ক্লাব ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ঘরের পরিধি ছোট্ট হওয়ায় এখানে ঘরোয়াভাবে কোনো বৈঠক করা যায় না। স্থান সংকুলানের কারণে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আশা বেশির ভাগ মানুষকেই ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। করোনাকালেও প্রতিদিন এখানে সেবা নিতে আসা সাধারণ মানুষের জটলা লেগেই থাকে। ইউনিয়ন পরিষদে কোনো সভা বা সেমিনার করতে হলে হলরুমের বিকল্প হিসেবে খোলা আকাশের নিচে রোদের মধ্যে শামিয়ানা টানিয়ে করতে হয়। বর্ষাকালে তাও করা সম্ভব হয় না।
জানা যায়, সুরমা ইউপি ভবনের স্থান নির্ধারণের জন্য ২০১৬ সালে দোয়ারাবাজার উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের উপস্থিতিতে একটি গণশুনানিও হয়। স্থান নির্ধারণ নিয়ে মহব্বতপুর, গিরিশনগর, শরীফপুর, টেংরাটিলা বাজার ও আলীপুর হাইস্কুলের পার্শ্ববর্তী এলাকার প্রস্তাবনা আসে। পরবর্তীতে গিরিশনগরে নাকি টেংরাটিলা বাজারে ইউপি ভবন হবে তা নিয়ে সিদ্ধান্তহীন অবস্থায় গণশুনানি শেষ হয়।
সুরমা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার বলেন, আমি ক্ষমতায় থাকাকালে গিরিশনগর গ্রামের মহব্বতপুর-দোয়ারাবাজার সড়কের পাশে ইউনিয়ন পরিষদ ভবন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠান। সেখানে ভবনের জন্য প্রয়োজনীয় সংখ্যক জমিও রেজিস্ট্রি করা হয়। কিন্তু পরবর্তী চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ এ প্রস্তাবনার বিরুদ্ধে আপত্তি জানায়। পরে টেংরাটিলা বাজারের দক্ষিণ পাশে ইউপি ভবন স্থাপনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাল্টা আরেকটি প্রস্তাবনা পাঠান। এরপর থেকে তা এভাবেই আছে।
গিরিশনগর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা এখলাস ফরাজী বলেন, মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় এবার ইউপি নির্বাচনে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নৌকার প্রার্থীকে বিজয়ী করলে তিনি ইউপি ভবন নির্মাণ করে দেবেন। আমরা আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হালিম বীরপ্রতীককে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করেছি। এখন আমরা এমপি সাহেবের দেওয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চাই। নতুন ইউপি চেয়ারম্যান ক্ষমতায় থাকাবস্থায় আগামী এক বছরের মধ্যে আমাদের ইউপি ভবন নির্মাণ করে দেওয়া হোক। সেটা টেংরাটিলা বাজারে অথবা গিরিশনগর যেখানেই হোক না কেন আমাদের কোনো আপত্তি নাই।
এ বিষয়ে সুরমা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক বলেন, সুরমা ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের কেন্দ্রস্থল হিসেবে টেংরাটিলাতেই হবে। তবে কোনদিকে হবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ নিয়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
২০১১ সালে বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ থেকে পৃথক হয়ে ৯ নম্বর সুরমা নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সুরমা ইউনিয়ন পরিষদের কোনো নিজস্ব ভবন নির্মাণ করা হয়নি। কখনো ভাড়াটে আবাসিক বাসভবন আবার কখনো বাজারের ক্লাবঘরে চলেছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, টেংরাটিলার বাজারের দক্ষিণ-পূর্ব পাশে জীর্ণ টিনশেডের ভবনে চলছে সুরমা ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ভবনের তিনটি কক্ষের একটিতে চেয়ারম্যান ও অপরটিতে সচিব বসেন। এই দুইটি থেকে অপেক্ষাকৃত একটু বড় কক্ষে গ্রাম আদালতের এজলাস বসে। ইউপি চেয়ারম্যান ও সচিবের কক্ষে চেয়ার নিয়ে ৮-১০ জন বসলেই সামান্য হাঁটাচলার জায়গা টুকুও আর অবশিষ্ট থাকে না।
স্থানীয়রা জানান, ২০১১ সালে ইউনিয়ন প্রতিষ্ঠার পর প্রথম পাঁচ বছর গিরিশনগর গ্রামের একটি আবাসিক বাড়িতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানো হয়েছে। পরবর্তীতে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত টেংরাটিলা বাজারের একটি ক্লাব ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ঘরের পরিধি ছোট্ট হওয়ায় এখানে ঘরোয়াভাবে কোনো বৈঠক করা যায় না। স্থান সংকুলানের কারণে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আশা বেশির ভাগ মানুষকেই ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। করোনাকালেও প্রতিদিন এখানে সেবা নিতে আসা সাধারণ মানুষের জটলা লেগেই থাকে। ইউনিয়ন পরিষদে কোনো সভা বা সেমিনার করতে হলে হলরুমের বিকল্প হিসেবে খোলা আকাশের নিচে রোদের মধ্যে শামিয়ানা টানিয়ে করতে হয়। বর্ষাকালে তাও করা সম্ভব হয় না।
জানা যায়, সুরমা ইউপি ভবনের স্থান নির্ধারণের জন্য ২০১৬ সালে দোয়ারাবাজার উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের উপস্থিতিতে একটি গণশুনানিও হয়। স্থান নির্ধারণ নিয়ে মহব্বতপুর, গিরিশনগর, শরীফপুর, টেংরাটিলা বাজার ও আলীপুর হাইস্কুলের পার্শ্ববর্তী এলাকার প্রস্তাবনা আসে। পরবর্তীতে গিরিশনগরে নাকি টেংরাটিলা বাজারে ইউপি ভবন হবে তা নিয়ে সিদ্ধান্তহীন অবস্থায় গণশুনানি শেষ হয়।
সুরমা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার বলেন, আমি ক্ষমতায় থাকাকালে গিরিশনগর গ্রামের মহব্বতপুর-দোয়ারাবাজার সড়কের পাশে ইউনিয়ন পরিষদ ভবন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠান। সেখানে ভবনের জন্য প্রয়োজনীয় সংখ্যক জমিও রেজিস্ট্রি করা হয়। কিন্তু পরবর্তী চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ এ প্রস্তাবনার বিরুদ্ধে আপত্তি জানায়। পরে টেংরাটিলা বাজারের দক্ষিণ পাশে ইউপি ভবন স্থাপনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাল্টা আরেকটি প্রস্তাবনা পাঠান। এরপর থেকে তা এভাবেই আছে।
গিরিশনগর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা এখলাস ফরাজী বলেন, মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় এবার ইউপি নির্বাচনে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নৌকার প্রার্থীকে বিজয়ী করলে তিনি ইউপি ভবন নির্মাণ করে দেবেন। আমরা আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হালিম বীরপ্রতীককে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করেছি। এখন আমরা এমপি সাহেবের দেওয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চাই। নতুন ইউপি চেয়ারম্যান ক্ষমতায় থাকাবস্থায় আগামী এক বছরের মধ্যে আমাদের ইউপি ভবন নির্মাণ করে দেওয়া হোক। সেটা টেংরাটিলা বাজারে অথবা গিরিশনগর যেখানেই হোক না কেন আমাদের কোনো আপত্তি নাই।
এ বিষয়ে সুরমা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক বলেন, সুরমা ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের কেন্দ্রস্থল হিসেবে টেংরাটিলাতেই হবে। তবে কোনদিকে হবে তা এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ নিয়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
৩৮ মিনিট আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
৪৩ মিনিট আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে