শাবিপ্রবিতে গায়েবানা জানাজা আদায় করল শিক্ষার্থীরা 

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১৬: ০০
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৬: ৩৯

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গায়েবানা জানাজা আদায় করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই জানাজা অনুষ্ঠিত হয়। প্রায় দেড় হাজার শিক্ষার্থী জানাজায় অংশ নেন। 

এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে সম্মতি জানায় লিডিং ইউনিভার্সিটি, নর্থ-ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইঞ্জিনিয়ারিং, হবিগঞ্জ সরকারি কলেজ, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, নার্সিং কলেজ, মেজরটিলা স্কলারস হোম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় আমার ভাইদের হত্যা করা হয়েছে। আমাদের ভাইদের ওপর কেউ হামলা করবে, তা আমরা কোনোভাবেই মেনে নিব না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত