সুনামগঞ্জে পৃথক ধর্ষণ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২, ১৫: ১৫

সুনামগঞ্জে পৃথক দুটি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৩১ আগস্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একাদশ শ্রেণির শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় আনোয়ার হোসেন খোকন, শয়ফুল্লাহ, সাইদুর রহমান ও শফিকুলকে যাবজ্জীবন কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা করা হয়। এই মামলার আরও তিন আসামি সেলিম, আনোয়ারুল আজিম আকাশ ও মাফিনুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেন আদালত। 

অন্যদিকে ২০১২ সালে ছাতক উপজেলার মোহনপুর গ্রামে ১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের দায়ে ইকবাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় অপহরণের দায়ে জয়নাল আবেদীনকে ১৪ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। 

এ ছাড়া ২০২১ সালে জেলার দিরাই উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় বাস চালক শহিদ মিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলায় আরও দুজনকে খালাস দেওয়া হয়েছে। 

এমন রায়ে সন্তুষ্ট প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে অপরাধ কমে যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত