সিলেটে ভাস্করের ৩৩ বছর পূর্তিতে সাহিত্য উৎসব

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৯: ৫২
Thumbnail image

সিলেটে লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’-এর ৩৩ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকালে নগরের জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি ও লেখক আসাদ মান্নান বলেন, ‘লিটল ম্যাগাজিন সাহিত্যের মূল ভিত্তি। বাংলা কবিতায় ছোট কাগজের ভূমিকা অনস্বীকার্য। ভাস্কর সংস্কৃতমনা মানুষের রুচির কথা চিন্তা করে দীর্ঘ ৩৩ বছর ধরে সেই লক্ষ্যে কাজ করছে। মানুষ হওয়ার সংগ্রাম, মানুষ হওয়ার অভিযাত্রায় খুব কম মানুষ থাকে, কিছু মানুষ আছে আলোর দিকে এগিয়ে যায়। সৃষ্টির লক্ষ্যে মানবতার দিকে লিটল ম্যাগাজিন করা খুবই কঠিন একটি ব্যাপার। কবিতার কোনো বৈপরীত্য নেই, কবিতা সার্বভৌম। ভাস্করের সম্পাদক পুলিন রায়ের দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রশান্ত কুমার সাহা, কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাস, কলকাতা সাংস্কৃতিক খবরের সম্পাদক কবি কাজল চক্রবর্তী, কলকাতা কবিতা ক্যাম্পাসের সম্পাদক কবি অলক বিশ্বাস, কলকাতা সমান্তরাল ভাবনার সম্পাদক কবি পার্থ আচার্য, ঢাকা লোকের সম্পাদক কবি অনিকেত শামীম, ভারতের ত্রিপুরার স্রোত সম্পাদক কবি গোবিন্দ ধর, কবি নজমুল হেলাল, কলকাতার বিশিষ্ট লেখক নিবেদিতা আচার্য। 

সিলেটে লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’-এর ৩৩ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রাসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেবের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন লিটল ম্যাগাজিন ভাস্করের সম্পাদক কবি পুলিন রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট লেখক শামসুল আলম সেলিম, মো. নিয়াজ উদ্দিন, মো. আলা উদ্দিন তালুকদার, রঞ্জু রানী মণ্ডল, নির্মল রায়, অনিরুদ্ধ রায় পরাগ। 

দিনব্যাপী উৎসবের অন্যান্য কর্মসূচিতে ছিল ‘ভাস্করের ৩৩ বছর: ছোট কাগজের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ এবং ‘বাংলা কবিতায় লোক ঐতিহ্য’ শীর্ষক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

এর আগে সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত