শারজাহ ফেরত যাত্রীর কফি মেশিনে মিলল প্রায় ১৬ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
Thumbnail image

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ কেজি ৯১০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর কাছে থাকা লাগেজে তল্লাশি চালিয়ে এর ভেতরে রাখা কফি মেশিন থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। 

আটক যাত্রী হোসাইন আহমদ (২০) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের বাসিন্দা। 

আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে ওসমানী বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান ও বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ জানান, সকাল ৮টায় শারজাহ থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের ফ্লাইটের (বিজি-২৫২) ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। 

কফি মেশিনের সঙ্গে জড়ানো অবস্থায় থেকে স্বর্ণ পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে বিমানবন্দরে কর্মরত এভিয়েশন শাখার কর্মকর্তা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্তব্যরত সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাশি চালিয়ে তাঁর দুটি লাগেজে রাখা তিনটি কফি মেশিনের ভেতর জড়ানো অবস্থায় ১০৫ পিস সোনার বিস্কুট ও সোনার ৪টি রিং বার পাওয়া যায়। জব্দ করা সোনার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১৬ কোটি ৩০ লাখ ৯১ হাজার টাকা হবে। 

আটক যাত্রী হোসাইন আহমদ। ছবি: সংগৃহীত বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, আটক হোসাইনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর এভিয়েশনের পক্ষ থেকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত