সুনামগঞ্জে পর্যটন স্পটে ভ্রমণে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৯: ০৫
আপডেট : ২০ জুন ২০২৪, ০৯: ৪১

টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলার সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পর্যটকদের ভ্রমণে না আসার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

সেখানে বলা হয়, সুনামগঞ্জ জেলায় সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে জেলায় নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে। দেশের অভ্যন্তরে উজান থেকে নেমে আসা ঢলের পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে বিধায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব পর্যটন স্পটে ভ্রমণ স্থগিত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত