হবিগঞ্জ প্রতিনিধি
জাদু-টোনা করে বাবাকে হত্যার সন্দেহ থেকে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন দীপক ভৌমিক। সেই সন্দেহ থেকেই চা–শ্রমিক শনিচরণ সাঁওতাল ওরফে অজিতকে (৪৫) গলা কেটে হত্যা করেন তিনি।
হত্যাকাণ্ডের ২০ দিন পর গতকাল শনিবার (২ নভেম্বর) পুলিশ দীপক ভৌমিককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এমনটি জানিয়েছেন।
এ বিষয়ে আজ রোববার (৩ নভেম্বর) চুনারুঘাট থানায় সংবাদ সম্মেলন করেন চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চা–শ্রমিক শনিচরণ সাঁওতাল ওরফে অজিত (৪৫) ঝাঁড়ফুক ও কবিরাজিও করতেন। কিছুদিন পূর্বে দীপকের বাবা তাঁর কাছে কবিরাজি চিকিৎসার জন্য যান। তবে চিকিৎসার পর রোগীর মৃত্যু হয়। এতে দীপকের মনে সন্দেহের উদ্রেক হয় যে, অজিত তাঁর বাবাকে জাদু-টোনা করে মেরে ফেলেছে। এ থেকে সে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে।
প্রতিশোধ নিতে গত ১২ অক্টোবর রাতে চা-বাগান এলাকার ফুলছড়ি টিলায় দীপক ভৌমিক অজিতকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে মরদেহ পাশের ধানি জমিতে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই অনিল সাঁওতাল বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তি ও র্যাবের সহযোগিতায় গতকাল শনিবার রাতে মাধবপুর থেকে দীপককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাদু-টোনা করে বাবাকে হত্যার সন্দেহ থেকে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন দীপক ভৌমিক। সেই সন্দেহ থেকেই চা–শ্রমিক শনিচরণ সাঁওতাল ওরফে অজিতকে (৪৫) গলা কেটে হত্যা করেন তিনি।
হত্যাকাণ্ডের ২০ দিন পর গতকাল শনিবার (২ নভেম্বর) পুলিশ দীপক ভৌমিককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এমনটি জানিয়েছেন।
এ বিষয়ে আজ রোববার (৩ নভেম্বর) চুনারুঘাট থানায় সংবাদ সম্মেলন করেন চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চা–শ্রমিক শনিচরণ সাঁওতাল ওরফে অজিত (৪৫) ঝাঁড়ফুক ও কবিরাজিও করতেন। কিছুদিন পূর্বে দীপকের বাবা তাঁর কাছে কবিরাজি চিকিৎসার জন্য যান। তবে চিকিৎসার পর রোগীর মৃত্যু হয়। এতে দীপকের মনে সন্দেহের উদ্রেক হয় যে, অজিত তাঁর বাবাকে জাদু-টোনা করে মেরে ফেলেছে। এ থেকে সে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে।
প্রতিশোধ নিতে গত ১২ অক্টোবর রাতে চা-বাগান এলাকার ফুলছড়ি টিলায় দীপক ভৌমিক অজিতকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে মরদেহ পাশের ধানি জমিতে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই অনিল সাঁওতাল বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তি ও র্যাবের সহযোগিতায় গতকাল শনিবার রাতে মাধবপুর থেকে দীপককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মফিজ সরদার হত্যা মামলায় হাসিব সরদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগেরাজধানীর তুরাগের কামাড়পাড়ায় বাসার গেটে এক গৃহবধূ ও তাঁর দুই বছরের মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। কামাড়পাড়ার ওয়ালটন মোড়ে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে...
১৮ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার আইনে দায়ের করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকারকে দুর্নীতির এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগেরাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত কালিপালের ভূঞা ডেইরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে তিনটি গরু নিয়ে যায়। খামারের শ্রমিক সোহাগ তাদের হাত থেকে ছুটে পার্শ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করে...
৩৬ মিনিট আগে