সুরমা নদীতে নৌকাডুবি, নারীসহ নিখোঁজ ৩ 

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৭: ৩৩
Thumbnail image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে স্রোতের কবলে পড়ে নৌকা ডুবে নারীসহ তিনজন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় চারজনকে উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের আজমপুর খেয়াঘাটসংলগ্ন সুরমা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিনজন হলেন উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মানসিক প্রতিবন্ধী জোছনা বেগম (৩৫), নৌকার মাঝি জমির আলী (৪০) ও গুলো বিবি (৭৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নৌকায় আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ সাতজন আজমপুর খেয়াঘাটসংলগ্ন সুরমা নদী পার হচ্ছিলেন। এ সময় প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তাঁরা। তাৎক্ষণিক দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুসহ চারজনকে উদ্ধার করা হলেও তিনজন নিখোঁজ রয়েছেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানিয়েছেন, নৌকাডুবিতে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। শিশুসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত