কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাইপথে আসা তিন হাজার কেজি ভারতীয় চিনিসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম এলাকা থেকে আটক করা হয় তাঁদের। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকেরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের শেখ উদ্দিন (৫১), আব্দুর রহিম (২১) ও মৌলভীবাজাররর রাজনগর উপজেলার কালাইগুল গ্রামের শাহ আরফিন (১৯)।
পুলিশ জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় অবৈধ চিনি আনা ও বহন করার দায়ে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে ৬০ বস্তা (৩ হাজার কেজি) চিনি এবং চিনি পরিবহন কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
এ ঘটনায় আজ সোমবার কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হলে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় আটক এই তিন ব্যক্তিসহ অজ্ঞাত আরও ১-২ জন রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোরাইপথে আসা তিন হাজার কেজি ভারতীয় চিনিসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম এলাকা থেকে আটক করা হয় তাঁদের। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকেরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও গ্রামের শেখ উদ্দিন (৫১), আব্দুর রহিম (২১) ও মৌলভীবাজাররর রাজনগর উপজেলার কালাইগুল গ্রামের শাহ আরফিন (১৯)।
পুলিশ জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় অবৈধ চিনি আনা ও বহন করার দায়ে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে ৬০ বস্তা (৩ হাজার কেজি) চিনি এবং চিনি পরিবহন কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
এ ঘটনায় আজ সোমবার কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হলে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় আটক এই তিন ব্যক্তিসহ অজ্ঞাত আরও ১-২ জন রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুইটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক...
২ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ঘেরাও করেছে রাজধানীর ৩৫ টির বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নামফলক ভেঙে ফেলে।
৫ মিনিট আগেমানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা। রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
১৯ মিনিট আগেনড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
৪২ মিনিট আগে