সিলেট থেকে বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ জুন ২০২২, ১৮: ১৩
আপডেট : ২৮ জুন ২০২২, ২০: ০৭

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা রুটে ডেডিকেটেড হজ ফ্লাইট শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় সিলেট থেকে বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে যাত্রা করে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের বিজি-৩১৩১ ফ্লাইটটি স্থানীয় সময় বেলা দেড়টায় জেদ্দায় পৌঁছার কথা। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে এ বছর ৬০ হাজার মানুষ হজে যাবেন, এর মধ্যে বিমান ৩০ হাজার হজযাত্রী পরিবহন করবে। সিলেট-জেদ্দা রুটে ২টি ফ্লাইটসহ এ বছর প্রি-হজে মোট ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। সিলেট থেকে পরবর্তী হজ ফ্লাইটটি ৩০ জুন জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। 

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানের অর্থ পরিদপ্তরের পরিচালক ও উপসচিব মো. নওসাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল গণি, হাব-এর সিলেট জোনের সভাপতি জহিরুল কবির চৌধুরী, আটাব-এর সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত