জগন্নাথপুরে আ. লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  
Thumbnail image
বজলুর রহমান বকুল ও ইব্রাহিম আলী। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলীকে ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেলে ও গতকাল রোববার রাতে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

যুবলীগের ওই নেতা ইব্রাহিম আলী জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (আশিঘর) এলাকার মৃত গণির মিয়া ছেলে। আওয়ামী লীগের ওই নেতা খাগাউড়া গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে। ইব্রাহিম আলীকে উপজেলা সদরের ডাকবাংলো এলাকা থেকে ও নিজ বাড়ি থেকে বজলুর রহমান বকুলকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ১ মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত