সিলেট প্রতিনিধি
সিলেটে সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার ভরাউটের রাস্তার মুখের সিলেট-ঢাকা মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৩) ও অটোরিকশাচালক বিশ্বনাথের পীরেরবাজার বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে মনসুর আলী (২৭)।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান আজকের পত্রিকাকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া নিবন্ধনহীন অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে চালক ও তাঁর পাঁচ যাত্রী আহত হন। এর মধ্যে নাজমা বেগম ও মনসুর আলীর অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পরে নাজমা ও মনসুর মারা যান।
নাজমা বেগমের স্বামী সোনা মিয়া জানান, বাড়ি কোম্পানীগঞ্জ হলেও তাঁরা বিশ্বনাথে বসবাস করেন। তাঁর স্ত্রী অসুস্থ থাকায় সিলেটে ডাক্তার দেখিয়ে অটোরিকশায় বিশ্বনাথ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর স্ত্রী মারা যান।
ওসি জানান, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিলেটে সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার ভরাউটের রাস্তার মুখের সিলেট-ঢাকা মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৩) ও অটোরিকশাচালক বিশ্বনাথের পীরেরবাজার বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে মনসুর আলী (২৭)।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান আজকের পত্রিকাকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া নিবন্ধনহীন অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে চালক ও তাঁর পাঁচ যাত্রী আহত হন। এর মধ্যে নাজমা বেগম ও মনসুর আলীর অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পরে নাজমা ও মনসুর মারা যান।
নাজমা বেগমের স্বামী সোনা মিয়া জানান, বাড়ি কোম্পানীগঞ্জ হলেও তাঁরা বিশ্বনাথে বসবাস করেন। তাঁর স্ত্রী অসুস্থ থাকায় সিলেটে ডাক্তার দেখিয়ে অটোরিকশায় বিশ্বনাথ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর স্ত্রী মারা যান।
ওসি জানান, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খুলনায় আগামী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের জেলা ইজতেমা। তাবলিগ জামাতের আয়োজনে ময়ূরী আবাসিক এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে। যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
৬ মিনিট আগেবগুড়ায় মাকে হত্যা মামলায় গ্রেপ্তার ছেলে সাদ বিন আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার সিনিয়র জেলা দায়রা জজ মো. শাজাহান কবির জামিন আবেদন মঞ্জুর করেন। বগুড়ার আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন বন্ধ হয়ে যাওয়া দুই কারখানার শ্রমিকেরা। এ ছড়া শ্রমিকেরা ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোনো অংশের মূল ফটকে অবস্থান নেন। আজ বুধবার বেলা ৩টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের সড়কে অবস্থা
১৩ মিনিট আগেরাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক পৃথক মামলায় সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন পৃথক পৃথক আদেশে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
১৯ মিনিট আগে