Ajker Patrika

র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাবিপ্রবি ক্যাম্পাসে সতর্কতামূলক ব্যানার 

শাবিপ্রবি প্রতিনিধি
র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাবিপ্রবি ক্যাম্পাসে সতর্কতামূলক ব্যানার 

র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখতে কাজ ‍শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। এরই মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যানার টানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসে এসব ব্যানার দেখা যায়।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে কোনো ধরনের হয়রানি, বুলিং, র‍্যাগিং যাতে না ঘটে সে ব্যাপারে সতর্ক আছে প্রক্টরিয়াল বডি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, অন্য বছরের মতো এসব ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সামনে ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় সতর্কতা স্বরূপ ‘র‍্যাগিং একটি ফৌজদারি অপরাধ’ শিরোনামে ব্যানার টানানো হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধি ও জ্ঞান চর্চার অবাধ ও স্বাধীন জায়গা। এখানে কেউ কাউকে র‍্যাগিংয়ের মতো সামাজিক অপরাধ করার মতো অধিকার রাখে না। শাবিপ্রবিতে এ বছর র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। এক শিক্ষার্থীর দ্বারা আরেকজন শিক্ষার্থী নির্যাতিত হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

কোনো প্রকার র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। র‍্যাগিংয়ের মতো অপসংস্কৃতির কোনো জায়গা নেই। এ অপসংস্কৃতির চর্চা থেকে বেরিয়ে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবেও বলে তিনি জানান। 

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার চূড়ান্ত ভর্তি শেষে আগামী ৩ নভেম্বর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত