সিলেটে চাচাতো ভাইয়ের হাতে অটোচালক খুন, গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি
Thumbnail image
রিমন আহমদ। ছবি: সংগৃহীত

টাকা নিয়ে ঝগড়ার জেরে সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন রিমন আহমদ (২০) নামে এক অটোচালক। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার দক্ষিণ মাইজভাগ রফিপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রিপন ওই গ্রামের ইশ্রাব আলীর ছেলে এবং তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ওই গ্রামের মজির উদ্দিনের মেয়ে তাহমিনা বেগম (১৮) ও হালিমা বেগম (২০)।

জানা যায়, রিমন আহমদের চাচাতো ভাই বদরুল ও সাদিকের মধ্যে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় সালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ সময় রিমন পক্ষ নেন বদরুলের। একপর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই লুটে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাতজনের নামে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুল নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি আর বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত