‘ঘাস খেতে’ ওপারে গরু, আনতে গিয়ে বিএসএফের হাতে আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৭: ৫৭
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৮: ৩১

সিলেটের গোয়াইনঘাটে ঘাস খাওয়ার সময় গরু ভারতীয় সীমান্তে চলে গেলে আনতে গিয়ে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের ভারতীয় অভ্যন্তর এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যায়। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। হোছন আহমদ (৪১) উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আব্দুল হকের ছেলে। 

হোছন আহমদের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তের কাছে গরু চরান হোছন। তখন একটি গরু ভারতের মধ্যে চলে যাওয়ায় তিনি এটি আনতে যান। তখন বিএসএফ এসে হোছনসহ তাঁর গরু ধরে নিয়ে যায়। 

এ বিষয়ে জানতে পান্তুমাই বিজিবি ক্যাম্পের দায়িত্বরত নায়েব সুবেদারের সরকারি মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, হোছন আহমদ নিজের গরু ভারত সীমান্তে নিয়ে ঘাস খাওয়াচ্ছিলেন। হঠাৎ একটি গরু ভারতে চলে যাওয়ায় সেটি আনতে যান। তখন বিএসএফ এসে তাকে ধরে নিয়ে যায় গরুসহ। এ ঘটনায় মঙ্গলবার রাতে তার ভাই এসে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানা থেকে জিডির কপি বিজিবিকে দিলে বিজিবি ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজনের চেষ্টা করছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত