গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর আরশ আহমেদ (১৫) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জাফলং টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করেন।
আরশ আহমেদ ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জাহেদুল হোসেনের ছেলে। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামে। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল আরশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে এটি নিখোঁজ আরশের লাশ বলে শনাক্ত করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আরশ আহমেদ তার মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলের দিকে আরশ ও তার বাবা জাহেদুল হোসেন জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয় কয়েকজন তাদের উদ্ধার করতে এগিয়ে যান। একপর্যায় বাবাকে উদ্ধার করতে সক্ষম হলেও ছেলে আরশ পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় টুরিস্ট পুলিশের পাশাপাশি থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।
জাফলং টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, শনিবার সকালে আরশের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর আরশ আহমেদ (১৫) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জাফলং টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করেন।
আরশ আহমেদ ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জাহেদুল হোসেনের ছেলে। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামে। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল আরশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে এটি নিখোঁজ আরশের লাশ বলে শনাক্ত করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আরশ আহমেদ তার মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলের দিকে আরশ ও তার বাবা জাহেদুল হোসেন জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় বাবা ও ছেলে স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয় কয়েকজন তাদের উদ্ধার করতে এগিয়ে যান। একপর্যায় বাবাকে উদ্ধার করতে সক্ষম হলেও ছেলে আরশ পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় টুরিস্ট পুলিশের পাশাপাশি থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।
জাফলং টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, শনিবার সকালে আরশের মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কামতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেচলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আজ রাত ১০টায় আহ্বান করা বৈঠকে যাচ্ছে না কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।
১৮ মিনিট আগেবিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, ‘বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ
২৮ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
৪২ মিনিট আগে