বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মারামারির ঘটনায় গ্রেপ্তার আলাউদ্দিন (৬০) জেলখানায় মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার জেল কর্তৃপক্ষ তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আলাউদ্দিন বড়লেখার বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম দক্ষিণ জিনাত গ্রামের বাসিন্দা। তিনি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি জিআর মামলার প্রধান আসামি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিচারাধীন মামলার হাজিরা দিতে ভাই ফারুক আহমদসহ অন্যান্য আসামিদের সঙ্গে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান আলাউদ্দিন। আদালত প্রাঙ্গণে মামলার বাদী সাইদুল ইসলাম আসামি ফারুক আহমদের মাথা ফাটিয়ে জখম করেন। ফারুকের ভাই আলাউদ্দিন হামলাকারীর কবল থেকে ভাইকে বাঁচাতে গিয়ে চড়থাপ্পড় মারেন।
এ ঘটনায় আদালত পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামির ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক হামলাকারী সাইদুল ইসলাম ও আলাউদ্দিনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। হাত-পা কাঁপছিল, শারীরিক অবস্থা দেখে ধারণা করা হয় তিনি ডায়বেটিস, হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। দ্রুত তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মারামারির ঘটনায় গ্রেপ্তার আলাউদ্দিন (৬০) জেলখানায় মারা গেছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার জেল কর্তৃপক্ষ তাঁকে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আলাউদ্দিন বড়লেখার বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম দক্ষিণ জিনাত গ্রামের বাসিন্দা। তিনি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি জিআর মামলার প্রধান আসামি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিচারাধীন মামলার হাজিরা দিতে ভাই ফারুক আহমদসহ অন্যান্য আসামিদের সঙ্গে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান আলাউদ্দিন। আদালত প্রাঙ্গণে মামলার বাদী সাইদুল ইসলাম আসামি ফারুক আহমদের মাথা ফাটিয়ে জখম করেন। ফারুকের ভাই আলাউদ্দিন হামলাকারীর কবল থেকে ভাইকে বাঁচাতে গিয়ে চড়থাপ্পড় মারেন।
এ ঘটনায় আদালত পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামির ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক হামলাকারী সাইদুল ইসলাম ও আলাউদ্দিনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। হাত-পা কাঁপছিল, শারীরিক অবস্থা দেখে ধারণা করা হয় তিনি ডায়বেটিস, হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। দ্রুত তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম নগরীতে তীব্র পানিসংকটের প্রতিবাদে ওয়াসার কার্যালয়ে ঘেরাও করেছেন ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়ায় ওয়াসার কার্যালয়ের সামনে গ্রাহকেরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা পানির অনিয়মিত সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। এ সময় তাঁরা জানান, দীর্ঘদিন ধরে নগরীর
১৭ মিনিট আগেসম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমভি বাংলার জ্যোতি ও এমভি বাংলার সৌরভ জাহাজ দুটি সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি হয়েছে। জাহাজ দুটির সর্বোচ্চ মূল্য উঠেছে করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকা।
২২ মিনিট আগেবরখাস্ত পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুল হক এবার নাটোর আদালত চত্বরে কয়েক সাংবাদিককে মারধর করলেন। স্ত্রী মেহনাজ আকতার আমিনের দায়ের করা নারী নির্যাতনের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসেছিলেন ফজলুল হক। এজলাস থেকে কোর্ট হাজতে নেওয়ার সময় হাতকড়া না পরানোর সুযোগে ফজলুল হক চড়াও হন
২৭ মিনিট আগে৫ দফা দাবিতে সিলেটের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে হাসপাতালগুলোতে জরুরি ছাড়া সব সেবা বন্ধ ছিল। বিকেলেও চেম্বারে চিকিৎসকেরা রোগী দেখবেন না।
২৮ মিনিট আগে