নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএফএমএমইউ) নিয়মবহির্ভূতভাবে রেজিস্ট্রারসহ তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির উপাচার্যকে (ভিসি) আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক গত বৃহস্পতিবার এই নোটিশ দেন। নোটিশদাতারা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব, ভারপ্রাপ্ত) শমসের রাসেল, প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির জুয়েল ও সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী।
নোটিশে বলা হয়, বিএসএফএমএমইউর বর্তমান উপাচার্য অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন গত ২৩ মে রেজিস্ট্রার, পরিচালক (অর্থ ও হিসাব) ও পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এর আগে ২০২২ সালের ১ জুন অনুরূপ একটি বিজ্ঞপ্তি দেন তৎকালীন উপাচার্য অধ্যাপক মোরশেদ আহমেদ চৌধুরী। তখন আবেদনের ভিত্তিতে ১২ জুন আবুল কালাম মো. ফজলুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পান। ওই সময় তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। পরে ৪ জুলাই তিনি তৎকালীন উপাচার্যকে যোগদানপত্র দিলে গৃহীত হয়। যদিও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিএসএফএমএমইউর অর্গানোগ্রামে ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)’ পদই নেই। বিএসএফএমএমইউ আইন উপাচার্যকে ছয় মাসের জন্য অস্থায়ীভাবে একজন রেজিস্ট্রার নিয়োগের ক্ষমতা দেয়। এ ধরনের অস্থায়ী নিয়োগ আরও ছয় মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে; তবে সেটি সিন্ডিকেটের পূর্ব অনুমোদন সাপেক্ষে।
নোটিশে আরও বলা হয়, ইউজিসি শুরুতেই বিএসএফএমএমইউয়ের জন্য ১১২টি পদের একটি অর্গানোগ্রাম অনুমোদন করে। ওই তালিকায় রেজিস্ট্রারের একটি পদ রয়েছে। অতিরিক্ত রেজিস্ট্রারের কোনো পদ নেই। ফজলুর রহমান যখন ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)’ পদে নিযুক্ত হন, তখন তিনি সিকৃবির অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী তিনি শুধু অতিরিক্ত রেজিস্ট্রার (সিকৃবিতে যে পদে ছিলেন) হিসেবে যোগদান করতে পারতেন। ২০২২ সালের ২৯ জুন আবেদনের পরিপ্রেক্ষিতে লিয়েন নীতিমালা অনুযায়ী সিকৃবি তাঁর দুই বছরের ছুটি অনুমোদন করে; যেখানে বিএসএফএমএমইউতে তাঁর নিয়োগ ছিল মাত্র ছয় মাসের।
তাঁকে ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)’ হিসেবে ছয় মাসের জন্য অস্থায়ীভাবে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তৎকালীন ভিসি মোর্শেদ আহমেদ ওই বছরের ১৯ নভেম্বর অবসর নেওয়ার আগে ফজলুর রহমানের প্রথম মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই মাস আগেই একটি এক্সটেনশন দিয়েছিলেন।
পরে এসব অনিয়ম প্রকাশ্যে এলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ইউজিসি তদন্ত করে সুপারিশসহ পৃথক প্রতিবেদন জমা দেয়। মন্ত্রণালয়ের প্রতিবেদনে পরের বার বর্ধিত কর্মকর্তা ও কর্মচারীদের অ্যাডহক নিয়োগ প্রথমবারের পর অবৈধ বলে উল্লেখ করে পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁদের বেতন-ভাতা বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত দেয়। বিশেষভাবে অস্থায়ী/অ্যাডহক ভিত্তিতে নিয়োগ বন্ধ করার নির্দেশ দেয়। তার পরও ফজলুর রহমানসহ অন্যদের বিভিন্ন পদে নিয়োগের অভিযোগ তোলা হয় নোটিশে।
এ বিষয়ে ব্যারিস্টার অনিক বলেন, ‘তাঁদের ইউজিসি থেকে নিষেধাজ্ঞা দিয়ে বলা হয়েছে, তাঁরা কোনো পদেই যেন অস্থায়ী ভিত্তিতে বা অ্যাডহক ভিত্তিতে কাউকেই চাকরি না দেন। তা সত্ত্বেও তাঁরা রেজিস্ট্রারসহ অন্যান্য পদে গত দুই বছর ধরে একটার পর একটা নিয়োগ দিয়ে যাচ্ছেন। তাঁরা এই নিষেধাজ্ঞাগুলোর কোনোটাই মানছেন না। এটা অমান্য করে আবারও নতুন করে একটি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছেন। সেটার ব্যাপারে বলা হয়েছে, যাতে তাঁরা এটা মানেন। যদি না মানেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে বিএসএফএমএমইউর উপাচার্য এনায়েত হোসেন আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সত্য-মিথ্যা বলতে পারব না। আইনি নোটিশ আইনিভাবে মোকাবিলা করা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় আইন আছে।’
এদিকে বিএসএফএমএমইউর কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয় ও ইউজিসির তদন্ত প্রতিবেদনের পর ২০২২ সালের নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ২৪২ কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। দীর্ঘদিন বেতন-ভাতা বন্ধ থাকায় বেশ বিপাকে পড়েছেন তাঁরা। তবে নিয়মিত বেতন পাচ্ছেন উপাচার্য ও রেজিস্ট্রার।
সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএফএমএমইউ) নিয়মবহির্ভূতভাবে রেজিস্ট্রারসহ তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির উপাচার্যকে (ভিসি) আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক গত বৃহস্পতিবার এই নোটিশ দেন। নোটিশদাতারা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব, ভারপ্রাপ্ত) শমসের রাসেল, প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির জুয়েল ও সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী।
নোটিশে বলা হয়, বিএসএফএমএমইউর বর্তমান উপাচার্য অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন গত ২৩ মে রেজিস্ট্রার, পরিচালক (অর্থ ও হিসাব) ও পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এর আগে ২০২২ সালের ১ জুন অনুরূপ একটি বিজ্ঞপ্তি দেন তৎকালীন উপাচার্য অধ্যাপক মোরশেদ আহমেদ চৌধুরী। তখন আবেদনের ভিত্তিতে ১২ জুন আবুল কালাম মো. ফজলুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পান। ওই সময় তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। পরে ৪ জুলাই তিনি তৎকালীন উপাচার্যকে যোগদানপত্র দিলে গৃহীত হয়। যদিও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত বিএসএফএমএমইউর অর্গানোগ্রামে ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)’ পদই নেই। বিএসএফএমএমইউ আইন উপাচার্যকে ছয় মাসের জন্য অস্থায়ীভাবে একজন রেজিস্ট্রার নিয়োগের ক্ষমতা দেয়। এ ধরনের অস্থায়ী নিয়োগ আরও ছয় মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে; তবে সেটি সিন্ডিকেটের পূর্ব অনুমোদন সাপেক্ষে।
নোটিশে আরও বলা হয়, ইউজিসি শুরুতেই বিএসএফএমএমইউয়ের জন্য ১১২টি পদের একটি অর্গানোগ্রাম অনুমোদন করে। ওই তালিকায় রেজিস্ট্রারের একটি পদ রয়েছে। অতিরিক্ত রেজিস্ট্রারের কোনো পদ নেই। ফজলুর রহমান যখন ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)’ পদে নিযুক্ত হন, তখন তিনি সিকৃবির অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী তিনি শুধু অতিরিক্ত রেজিস্ট্রার (সিকৃবিতে যে পদে ছিলেন) হিসেবে যোগদান করতে পারতেন। ২০২২ সালের ২৯ জুন আবেদনের পরিপ্রেক্ষিতে লিয়েন নীতিমালা অনুযায়ী সিকৃবি তাঁর দুই বছরের ছুটি অনুমোদন করে; যেখানে বিএসএফএমএমইউতে তাঁর নিয়োগ ছিল মাত্র ছয় মাসের।
তাঁকে ‘রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)’ হিসেবে ছয় মাসের জন্য অস্থায়ীভাবে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তৎকালীন ভিসি মোর্শেদ আহমেদ ওই বছরের ১৯ নভেম্বর অবসর নেওয়ার আগে ফজলুর রহমানের প্রথম মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই মাস আগেই একটি এক্সটেনশন দিয়েছিলেন।
পরে এসব অনিয়ম প্রকাশ্যে এলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ইউজিসি তদন্ত করে সুপারিশসহ পৃথক প্রতিবেদন জমা দেয়। মন্ত্রণালয়ের প্রতিবেদনে পরের বার বর্ধিত কর্মকর্তা ও কর্মচারীদের অ্যাডহক নিয়োগ প্রথমবারের পর অবৈধ বলে উল্লেখ করে পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁদের বেতন-ভাতা বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত দেয়। বিশেষভাবে অস্থায়ী/অ্যাডহক ভিত্তিতে নিয়োগ বন্ধ করার নির্দেশ দেয়। তার পরও ফজলুর রহমানসহ অন্যদের বিভিন্ন পদে নিয়োগের অভিযোগ তোলা হয় নোটিশে।
এ বিষয়ে ব্যারিস্টার অনিক বলেন, ‘তাঁদের ইউজিসি থেকে নিষেধাজ্ঞা দিয়ে বলা হয়েছে, তাঁরা কোনো পদেই যেন অস্থায়ী ভিত্তিতে বা অ্যাডহক ভিত্তিতে কাউকেই চাকরি না দেন। তা সত্ত্বেও তাঁরা রেজিস্ট্রারসহ অন্যান্য পদে গত দুই বছর ধরে একটার পর একটা নিয়োগ দিয়ে যাচ্ছেন। তাঁরা এই নিষেধাজ্ঞাগুলোর কোনোটাই মানছেন না। এটা অমান্য করে আবারও নতুন করে একটি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছেন। সেটার ব্যাপারে বলা হয়েছে, যাতে তাঁরা এটা মানেন। যদি না মানেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে বিএসএফএমএমইউর উপাচার্য এনায়েত হোসেন আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সত্য-মিথ্যা বলতে পারব না। আইনি নোটিশ আইনিভাবে মোকাবিলা করা হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় আইন আছে।’
এদিকে বিএসএফএমএমইউর কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয় ও ইউজিসির তদন্ত প্রতিবেদনের পর ২০২২ সালের নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ২৪২ কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। দীর্ঘদিন বেতন-ভাতা বন্ধ থাকায় বেশ বিপাকে পড়েছেন তাঁরা। তবে নিয়মিত বেতন পাচ্ছেন উপাচার্য ও রেজিস্ট্রার।
ঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
২ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
৩৩ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১ ঘণ্টা আগে