সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ এবং বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে সাবেক এই এমপির জামিন আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদ। তিনি জানান, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনা আজকে আদালত এই সাবেক এমপির জামিন মঞ্জুর করেন।
৮ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাঁকে। তিনি ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের বাস স্টেশনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলার তিন নম্বর আসামি ছিলেন।
৯ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাঁকে কারাগারে পাঠান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। ২০ অক্টোবর শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ বৃহস্পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ ও বয়স্ক বিবেচনায় তাঁকে জামিন দেওয়ার আবেদন করেন।
আইনজীবী নজরুল ইসলাম ও খায়রুল কবির রুমেন জানান, তাঁরা আদালতকে জানিয়েছেন জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্য রোগেও ভুগছেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ এবং বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে সাবেক এই এমপির জামিন আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদ। তিনি জানান, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনা আজকে আদালত এই সাবেক এমপির জামিন মঞ্জুর করেন।
৮ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাঁকে। তিনি ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের বাস স্টেশনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলার তিন নম্বর আসামি ছিলেন।
৯ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাঁকে কারাগারে পাঠান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। ২০ অক্টোবর শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ বৃহস্পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ ও বয়স্ক বিবেচনায় তাঁকে জামিন দেওয়ার আবেদন করেন।
আইনজীবী নজরুল ইসলাম ও খায়রুল কবির রুমেন জানান, তাঁরা আদালতকে জানিয়েছেন জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্য রোগেও ভুগছেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
২২ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে