চাকরির সন্ধানে সিলেটে এসে মিয়ানমারের নাগরিক আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৭: ১২
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৮: ০৩

সিলেটের জৈন্তাপুরে মো. আনিসুর রহমান (২০) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। গতকাল শনিবার উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে স্থানীয়রা তাঁকে আটক করে। পরে তাঁকে বিজিবি কাছে হস্তান্তর করা হয়। 

আটক মো. আনিসুর রহমান মিয়ানমারের মুন্ডু নোয়াপাড়ার মৃত বা মিয়ার ছেলে। 

বিজিবি জানায়, গতকাল বিকেলে সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়রা মায়ানমারের ওই নাগরিককে আটক করেন। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা সেখানে পৌঁছে তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। বিজিবি তা*কে জৈন্তাপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

জিজ্ঞাসাবাদে মো. আনিসুর রহমান জানায়, সাত বছর আগে তিনি মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে প্রবেশ করেন। পরে এফডিএমএন ক্যাম্প থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করেন। সম্প্রতি তিনি সিলেট এলাকায় একটি চাকরির সন্ধানে আসেন। তবে তাঁর কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। 

এ বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদিউজ্জামান আজকের পত্রিকাকে জানান, তাঁকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত